যুক্তরাষ্ট্রের মন্টানায় বন্দুক হামলায় ৪ জন নিহত
যুক্তরাষ্ট্রে ফের বন্দুকধারীর হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার (১ আগস্ট) সকালে মন্টানা অঙ্গরাজ্যের অ্যানাকোন্ডা শহরের একটি বারে গুলিবর্ষণে প্রাণ হারিয়েছেন অন্তত ৪ জন।
ঘটনার পরপরই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে। সন্দেহভাজন হিসেবে চিহ্নিত মাইকেল পল ব্রাউন এখনও পলাতক। পুলিশ জানিয়েছে, সে ওই বারের পাশেই বসবাস করত, তবে হামলার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি।
অভিযুক্তকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান চালাচ্ছে পুলিশ, এবং সংশ্লিষ্ট এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।
এর আগে গত সোমবার নিউইয়র্কের ম্যানহাটনের পার্ক অ্যাভিনিউতেও একটি মারাত্মক বন্দুক হামলা ঘটে। সেই ঘটনায় ৩৬ বছর বয়সী পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামসহ ৪ জন প্রাণ হারান। হামলাকারী শ্যেন ডেভন তামুরা (২৭) পরে নিজেই আত্মহত্যা করে।
**গান ভায়োলেন্স আর্কাইভ**-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রজুড়ে ২৫৪টি ম্যাস শ্যুটিংয়ের ঘটনা ঘটেছে। এসব হামলায় বহু মানুষের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও অনেকে।