ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo রায়েরবাজার গণকবরে দাফন হওয়া শহীদদের ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হবে, পরিবার চাইলে মরদেহ নেওয়ার সুযোগ Logo জুলাই গণহত্যা মামলা: শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আগামীকাল, হতে পারে সরাসরি সম্প্রচার Logo যুক্তরাষ্ট্রের মন্টানায় বন্দুক হামলায় ৪ জন নিহত Logo আগস্টের ৫ তারিখের আগেই প্রকাশ পাবে জুলাই ঘোষণাপত্র: তথ্য উপদেষ্টা Logo মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশির মৃত্যু, আহত ২ Logo কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ৬ জন প্রকৌশলী ও স্থপতিকে বরখাস্ত Logo রাশিয়ার ৮.৭ মাত্রার ভূমিকম্প রেকর্ডকৃত ইতিহাসে ষষ্ঠ সর্বোচ্চ শক্তিশালী ভূমিকম্প হিসেবে চিহ্নিত Logo শুধু নির্বাচিত সরকারেরই সংস্কারের অধিকার রয়েছে: ড. মঈন খান Logo রাজধানীতে ২৪ ঘণ্টায় ১৮৬ জন গ্রেফতার, দায়ের ৩৩টি মামলা Logo সালমান এফ রহমান ও তার ছেলের বিরুদ্ধে পুঁজিবাজারে অনিয়মের অভিযোগে বড় অঙ্কের জরিমানা

রায়েরবাজার গণকবরে দাফন হওয়া শহীদদের ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হবে, পরিবার চাইলে মরদেহ নেওয়ার সুযোগ

নিজস্ব সংবাদ :

 

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহতদের রায়েরবাজার গণকবরে দাফন করা হয়েছে, এবং ওই মরদেহগুলো শনাক্ত করার জন্য ডিএনএ পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, নিহতদের পরিবার চাইলে মরদেহ নিজেদের গ্রামের বাড়িতে নিয়ে দাফন করতে পারবেন।

শনিবার (২ আগস্ট) রাজধানীর রায়েরবাজার কবরস্থানে গণকবর পরিদর্শনের সময় এই কথা বলেন তিনি।

উপদেষ্টা জানান, রায়েরবাজারে এখন পর্যন্ত ১১৪ জন শহীদের মরদেহ সমাহিত করা হয়েছে। তাদের মধ্যে যাদের পরিবার আবেদন করবে, তাদের জন্য ডিএনএ পরীক্ষা করা হবে এবং শনাক্ত হলে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হবে। পরিবারের ইচ্ছা অনুযায়ী মরদেহ পুনরায় দাফনও করা যাবে।

তিনি আরও বলেন, নিহতদের দাফনের পূর্বে যদি পরিবারের কেউ চায়, তাহলে মরদেহের ময়নাতদন্তও করা সম্ভব। পাশাপাশি যাঁরা এই গণকবর তৈরি করেছে কিংবা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

গণকবর পরিদর্শন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন উপদেষ্টা।

এর আগে, মোহাম্মদপুর থানা পরিদর্শনের সময় তিনি বলেন, আওয়ামী লীগের কার্যক্রম ইতিমধ্যে নিষিদ্ধ করা হয়েছে। দলটির কেউ যদি এখনো কোনো অপতৎপরতায় যুক্ত হয়, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমনকি কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ষড়যন্ত্রে যুক্ত থাকলেও, তাদের বিরুদ্ধেও একইভাবে ব্যবস্থা নেওয়া হবে।

৫ আগস্টকে ঘিরে দেশের পরিস্থিতি নিয়ে কোনো শঙ্কা আছে কি না—এমন প্রশ্নের উত্তরে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আল্লাহ চাইলে কোনো শঙ্কা নেই। সবার সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং কোনো বিপদের আশঙ্কা করছি না।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:২৯:২১ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
৬ বার পড়া হয়েছে

রায়েরবাজার গণকবরে দাফন হওয়া শহীদদের ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হবে, পরিবার চাইলে মরদেহ নেওয়ার সুযোগ

আপডেট সময় ০১:২৯:২১ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫

 

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহতদের রায়েরবাজার গণকবরে দাফন করা হয়েছে, এবং ওই মরদেহগুলো শনাক্ত করার জন্য ডিএনএ পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, নিহতদের পরিবার চাইলে মরদেহ নিজেদের গ্রামের বাড়িতে নিয়ে দাফন করতে পারবেন।

শনিবার (২ আগস্ট) রাজধানীর রায়েরবাজার কবরস্থানে গণকবর পরিদর্শনের সময় এই কথা বলেন তিনি।

উপদেষ্টা জানান, রায়েরবাজারে এখন পর্যন্ত ১১৪ জন শহীদের মরদেহ সমাহিত করা হয়েছে। তাদের মধ্যে যাদের পরিবার আবেদন করবে, তাদের জন্য ডিএনএ পরীক্ষা করা হবে এবং শনাক্ত হলে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হবে। পরিবারের ইচ্ছা অনুযায়ী মরদেহ পুনরায় দাফনও করা যাবে।

তিনি আরও বলেন, নিহতদের দাফনের পূর্বে যদি পরিবারের কেউ চায়, তাহলে মরদেহের ময়নাতদন্তও করা সম্ভব। পাশাপাশি যাঁরা এই গণকবর তৈরি করেছে কিংবা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

গণকবর পরিদর্শন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন উপদেষ্টা।

এর আগে, মোহাম্মদপুর থানা পরিদর্শনের সময় তিনি বলেন, আওয়ামী লীগের কার্যক্রম ইতিমধ্যে নিষিদ্ধ করা হয়েছে। দলটির কেউ যদি এখনো কোনো অপতৎপরতায় যুক্ত হয়, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমনকি কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ষড়যন্ত্রে যুক্ত থাকলেও, তাদের বিরুদ্ধেও একইভাবে ব্যবস্থা নেওয়া হবে।

৫ আগস্টকে ঘিরে দেশের পরিস্থিতি নিয়ে কোনো শঙ্কা আছে কি না—এমন প্রশ্নের উত্তরে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আল্লাহ চাইলে কোনো শঙ্কা নেই। সবার সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং কোনো বিপদের আশঙ্কা করছি না।”