ইসরায়েলের জন্য নতুন সাবমেরিন রপ্তানিতে সম্মতি দিল জার্মানি
জার্মানি ইসরায়েলের জন্য একটি নতুন সাবমেরিন রপ্তানির অনুমোদন দিয়েছে। ইতোমধ্যে সরকারিভাবে এই রপ্তানির ছাড়পত্রও দেওয়া হয়েছে বলে জানা গেছে।
বুধবার (১৩ আগস্ট) তুর্কি সংবাদমাধ্যম আনাদুলো প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
প্রতিবেদন অনুযায়ী, সাবমেরিনটি কেনার বিষয়ে চুক্তি হয় ২০১২ সালে। পরে ২০২৩ সালে জার্মানির ফেডারেল সিকিউরিটি কাউন্সিল রপ্তানির প্রাথমিক অনুমতি দেয়। সবশেষে সম্প্রতি পূর্ণাঙ্গ অনুমোদন দেওয়া হয়েছে। সাবমেরিনটির মোট মূল্য ধরা হয়েছে প্রায় ৫৮৫.৮ মিলিয়ন ডলার, যার মধ্যে ১৩৫ মিলিয়ন ইউরো জার্মান সরকার নিজেই বহন করবে।
তবে এই অনুমোদনকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে, কারণ কিছুদিন আগেই জার্মানি গাজায় সম্ভাব্য সামরিক ব্যবহারের ঝুঁকিতে ইসরায়েলে কিছু অস্ত্র রপ্তানি স্থগিত করেছিল। সেই প্রেক্ষাপটে নতুন সাবমেরিন রপ্তানির সিদ্ধান্তে প্রশ্ন তুলেছেন অনেক পর্যবেক্ষক।