মৎস্য খাতে উন্নয়নে একযোগে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার
মৎস্য সম্পদের টেকসই উন্নয়নে সকলকে একতাবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে, প্রাকৃতিক সম্পদের সুরক্ষায় জনগণকে আরও সচেতন ও সদয় হওয়ার পরামর্শও দিয়েছেন তিনি।
১৮ আগস্ট, সোমবার সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবারের মৎস্য সপ্তাহ পালিত হচ্ছে “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যে।
প্রধান উপদেষ্টা বলেন, বর্তমানে দেশের আমিষের চাহিদা পূরণে চাষের মাছ উল্লেখযোগ্য ভূমিকা রাখছে এবং এতে তরুণ উদ্যোক্তাদের অংশগ্রহণ বাড়ছে। তবে তিনি আক্ষেপ করে বলেন, দেশের মানুষ এখনো সাশ্রয়ী দামে ইলিশ মাছ পেতে পারছে না। এ সমস্যা মোকাবেলায় সঠিক সময়ে মাছ ধরা নিষিদ্ধের নিয়ম মেনে চলার গুরুত্ব তুলে ধরেন তিনি।
তিনি আরও বলেন, “মাছ প্রকৃতির এক অনন্য উপহার এবং এটি আমাদের জন্য মহান সৃষ্টিকর্তার দান। কিন্তু আমরা প্রকৃতির প্রতি নির্দয় আচরণ করছি। নদী শাসনের কথা বললেও, কেউ নদীকে লালন-পালনের কথা বলে না।”
প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, দেশের মৎস্য খাতকে একটি শক্তিশালী শিল্পে রূপান্তর করতে হলে আন্তর্জাতিক মানের গবেষণা ও দক্ষতা কাজে লাগাতে হবে। বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে এই খাতের উন্নয়নে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। পাশাপাশি, সমুদ্র উপকূলীয় অঞ্চল রক্ষায় এবং পরিবেশবান্ধব অবকাঠামো উন্নয়নে আরও পরিকল্পিত পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেন তিনি।
অনুষ্ঠানে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে অবদানের জন্য ৯ জনকে স্বর্ণ, ৫ জনকে রৌপ্য এবং ২ জনকে ব্রোঞ্জ পদক প্রদান করা হয়।