ব্রেকিং নিউজ :
নরওয়ের পক্ষ থেকে ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষায় ৭০০ মিলিয়ন ডলারের সহায়তা
নরওয়ে ইউক্রেনের জন্য নতুন করে সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে। দেশটি জানিয়েছে, প্রায় ৭০০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের সহায়তা প্রদান করা হবে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে। রোববার (আগস্ট) এক সরকারি বিবৃতিতে এই তথ্য জানানো হয়। জার্মানির সঙ্গে যৌথভাবে এই সহায়তা সরবরাহ করা হবে বলে উল্লেখ করা হয়েছে।
নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোরে জানান, রাশিয়ার আগ্রাসনের মোকাবেলায় ইউক্রেনের আত্মরক্ষামূলক সক্ষমতা বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার জন্য জার্মানির সঙ্গে মিলে অর্থায়ন করছে নরওয়ে। একইসঙ্গে, ইউক্রেনকে সামরিক সহায়তার অংশ হিসেবে এফ-১৬ যুদ্ধবিমান পাঠানোর ঘোষণা দিয়েছে ডেনমার্ক ও বেলজিয়াম।