দেশের সাত জেলায় নতুন এসপি, ছয় কর্মকর্তার বদলি
সারাদেশে প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে সাতটি জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। একইসঙ্গে ছয়জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়, যার ওপর স্বাক্ষর করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বরগুনা, বাগেরহাট, নরসিংদী, নারায়ণগঞ্জ, মেহেরপুর, নড়াইল এবং নাটোর জেলার এসপি পদে নতুন কর্মকর্তাদের নিয়োগ দেয়া হয়েছে।
এছাড়া র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) মো. জিল্লুর রহমানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) ফারুক আহমেদকে বদলি করে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক পদে নিয়োগ দেয়া হয়েছে।
এছাড়া, খুলনা পিটিসির কমান্ড্যান্ট (ডিআইজি) আবদুল কুদ্দুছ চৌধুরীকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ডিআইজি মো. সায়েদুর রহমানকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এই রচনাটি তথ্য অপরিবর্তিত রেখে নতুনভাবে উপস্থাপন করা হয়েছে, যাতে কপিরাইট ইস্যু না থাকে। প্রয়োজনে এটি আরও সংক্ষিপ্ত বা বিস্তারিত করা যাবে।