ট্রাম্পের দাবি: আগামী ৩ সপ্তাহের মধ্যেই গাজা যুদ্ধে ইতি টানবে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশাবাদ ব্যক্ত করেছেন যে, গাজা যুদ্ধের অবসান অদূর ভবিষ্যতেই ঘটবে। সোমবার (২৫ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই এ সংঘাতের “চূড়ান্ত সমাপ্তি” ঘটবে বলে তিনি বিশ্বাস করেন।
ট্রাম্প বলেন, “এই যুদ্ধ শেষ হওয়া প্রয়োজন। কারণ, খাদ্য সংকটসহ নানা সমস্যা এবং সহিংসতা-জনিত মৃত্যু ও ধ্বংসযজ্ঞ দিন দিন বেড়েই চলেছে।”
উল্লেখ্য, এর আগেও ট্রাম্প প্রশাসন একাধিকবার গাজা যুদ্ধের অবসানের প্রতিশ্রুতি দিয়েছিল। তবে বাস্তবে যুদ্ধ থামার বদলে, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বহু বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ করেছে এবং ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আন্তর্জাতিক প্রচেষ্টাকে নাকচ করেছে।
ট্রাম্প এই মন্তব্য এমন এক সময়ে করেছেন, যখন ইসরায়েলি বিমান হামলায় গাজার নাসের হাসপাতালে প্রাণ হারিয়েছেন অন্তত ২১ জন, যাদের মধ্যে রয়েছেন ছয়জন সাংবাদিক। নিহতদের মধ্যে রয়টার্স ও আলজাজিরার সাংবাদিকও রয়েছেন।