ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্রদলকে বাড়তি সুবিধা দেয়ার অভিযোগ তুললেন কাদের ও বাকের

নিজস্ব সংবাদ :

 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলকে বিশেষ সুবিধা দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল কাদের এবং জিএস প্রার্থী আবু বাকের মজুমদার।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে তারা এই অভিযোগ উত্থাপন করেন। তাদের দাবি, ছাত্রদলের পক্ষে নানা অনিয়ম ও আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটছে, কিন্তু প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম সরাসরি ভোটকেন্দ্রের ভেতরে প্রবেশ করে ভোট চাইছেন, যা নির্বাচনী আচরণবিধির সরাসরি লঙ্ঘন। এছাড়া, এমফিল প্রোগ্রামের ছাত্রদের অন্তর্ভুক্ত করে ভোট ব্যাংক কৃত্রিমভাবে বাড়ানোর অভিযোগও করেন তারা।

আব্দুল কাদের বলেন, “নিয়ম ভঙ্গের বিষয়টি একাধিকবার অভিযোগ আকারে জানানো হলেও এখনও পর্যন্ত কোনো প্রতিকার পাওয়া যায়নি। এমন একটি বিশৃঙ্খল পরিবেশে নির্বাচন কতটা সুষ্ঠু হচ্ছে, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।”

তবে এর মধ্যেও শিক্ষার্থীরা গরম উপেক্ষা করে ভোট দিতে লাইনে দাঁড়িয়ে রয়েছেন। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে যারা লাইনে থাকবেন, তারা ভোট দিতে পারবেন সময় পেরিয়ে গেলেও।

ভোটারদের মধ্যে অনেকেই উৎসবমুখর পরিবেশে ভোট দানের অভিজ্ঞতার কথা জানালেও কিছু কেন্দ্রের বাইরে দীর্ঘ লাইন দেখা গেছে।

উল্লেখ্য, এবারের ডাকসু নির্বাচনে ৩৯,৭৭৫ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ২০,৮৭৩ জন ছাত্র এবং ১৮,৯০২ জন ছাত্রী। নির্বাচনে ২৮টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী। ভোট গ্রহণ হচ্ছে ৮টি কেন্দ্রে, যেখানে ৮১০টি বুথ স্থাপন করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৩৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
১২ বার পড়া হয়েছে

ছাত্রদলকে বাড়তি সুবিধা দেয়ার অভিযোগ তুললেন কাদের ও বাকের

আপডেট সময় ০১:৩৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫

 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলকে বিশেষ সুবিধা দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল কাদের এবং জিএস প্রার্থী আবু বাকের মজুমদার।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে তারা এই অভিযোগ উত্থাপন করেন। তাদের দাবি, ছাত্রদলের পক্ষে নানা অনিয়ম ও আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটছে, কিন্তু প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম সরাসরি ভোটকেন্দ্রের ভেতরে প্রবেশ করে ভোট চাইছেন, যা নির্বাচনী আচরণবিধির সরাসরি লঙ্ঘন। এছাড়া, এমফিল প্রোগ্রামের ছাত্রদের অন্তর্ভুক্ত করে ভোট ব্যাংক কৃত্রিমভাবে বাড়ানোর অভিযোগও করেন তারা।

আব্দুল কাদের বলেন, “নিয়ম ভঙ্গের বিষয়টি একাধিকবার অভিযোগ আকারে জানানো হলেও এখনও পর্যন্ত কোনো প্রতিকার পাওয়া যায়নি। এমন একটি বিশৃঙ্খল পরিবেশে নির্বাচন কতটা সুষ্ঠু হচ্ছে, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।”

তবে এর মধ্যেও শিক্ষার্থীরা গরম উপেক্ষা করে ভোট দিতে লাইনে দাঁড়িয়ে রয়েছেন। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে যারা লাইনে থাকবেন, তারা ভোট দিতে পারবেন সময় পেরিয়ে গেলেও।

ভোটারদের মধ্যে অনেকেই উৎসবমুখর পরিবেশে ভোট দানের অভিজ্ঞতার কথা জানালেও কিছু কেন্দ্রের বাইরে দীর্ঘ লাইন দেখা গেছে।

উল্লেখ্য, এবারের ডাকসু নির্বাচনে ৩৯,৭৭৫ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ২০,৮৭৩ জন ছাত্র এবং ১৮,৯০২ জন ছাত্রী। নির্বাচনে ২৮টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী। ভোট গ্রহণ হচ্ছে ৮টি কেন্দ্রে, যেখানে ৮১০টি বুথ স্থাপন করা হয়েছে।