ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo রাজধানীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৭ নেতা-কর্মী আটক Logo সালমান শাহর মৃত্যু: মামার উত্থাপিত ১০ প্রশ্ন Logo সিভিল সার্ভিসে বৈষম্য দূর করার আহ্বান আলালের Logo দীর্ঘ বিরতির পর জাকসু নির্বাচন, ফল প্রকাশে সময় লাগছে অভিজ্ঞতার ঘাটতির কারণে: জাবির প্রক্টর Logo দুপুরে গণনা শেষ হলেও ফল প্রকাশ সন্ধ্যায়: জানালেন জাকসুর প্রধান নির্বাচন কমিশনার Logo সল্টের দুর্দান্ত সেঞ্চুরিতে ইতিহাস গড়ল ইংল্যান্ড, টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে রেকর্ড জয় Logo দোহায় ইসরায়েলি হামলার পর আলোচনায় কাতারের প্রতিরক্ষা সক্ষমতা Logo রাশিয়ার কামচাটকায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি Logo বন্যার্তদের পাশে কিং খান, শাহরুখের বড় উদ্যোগ Logo শেখ হাসিনার আমলে ২৩ হাজার ৪০০ কোটি ডলার পাচারের অভিযোগ

দুপুরে গণনা শেষ হলেও ফল প্রকাশ সন্ধ্যায়: জানালেন জাকসুর প্রধান নির্বাচন কমিশনার

নিজস্ব সংবাদ :

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা দুপুরের মধ্যে শেষ হলেও, ফলাফল প্রকাশে বিলম্ব হচ্ছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান জানিয়েছেন, সন্ধ্যা ৭টার পরই আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে।

কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম রাশেদুল আলম জানান, ৩৩ বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় প্রতিটি পদক্ষেপে সতর্কতা অবলম্বন করা হচ্ছে, যাতে কোনো বিতর্ক বা অভিযোগ না ওঠে। এজন্যই গণনা ও ফল প্রকাশে বাড়তি সময় লাগছে।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের ২১টি হলের মধ্যে ১৮টির ভোট গণনা ইতোমধ্যে শেষ হয়েছে, বাকি ৩টি হলে চলছে গণনার কাজ। তবে ফলাফল প্রকাশে দেরিতে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও প্রার্থীরা।

নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে শুক্রবার রাতেও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের সঙ্গে এক জরুরি বৈঠকে বসেন নির্বাচন কমিশন। সেখানে সিদ্ধান্ত হয়, জনবল বাড়িয়ে রাতের মধ্যেই ফলাফল প্রকাশের চেষ্টা করা হবে। কিন্তু রাত পেরিয়ে শনিবার দুপুর পর্যন্ত গণনা কাজ চলতে থাকে।

এদিকে ভোট গণনা ও নির্বাচনের নানা প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে পদত্যাগ করেছেন নির্বাচন কমিশনের এক সদস্য অধ্যাপক মাফরুহী সাত্তার। তিনি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষক এবং জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি। তিনি অভিযোগ করেন, ভোটে সমতা নিশ্চিত হয়নি, বিভিন্ন অনিয়ম হয়েছে এবং তাকে পদত্যাগ না করার জন্য নানা রকম চাপ প্রয়োগ করা হয়।

অধ্যাপক মাফরুহীর পদত্যাগকে উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে প্রতিক্রিয়া জানিয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের এজিএস প্রার্থী ফেরদৌস আল হাসান। তার ভাষায়, “তিনি যুদ্ধের মাঠ থেকে পিছু হটেছেন। এই পদত্যাগ মূলত নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্রের অংশ।”

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার জাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রায় ১১ হাজার ৭৪৩ ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন আনুমানিক ৬৭-৬৮ শতাংশ। ভোট গণনা শুরু হয় সেদিন রাত সাড়ে ১০টার দিকে। তবে শুক্রবার বিকেলে হঠাৎ গণনা স্থগিত করা হয়। পরে গণনা ফের শুরু হলেও তা ম্যানুয়াল পদ্ধতিতে সম্পন্ন হচ্ছে এবং পোলিং অফিসারের সংখ্যাও বাড়ানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:০৬:২২ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
১০ বার পড়া হয়েছে

দুপুরে গণনা শেষ হলেও ফল প্রকাশ সন্ধ্যায়: জানালেন জাকসুর প্রধান নির্বাচন কমিশনার

আপডেট সময় ০১:০৬:২২ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা দুপুরের মধ্যে শেষ হলেও, ফলাফল প্রকাশে বিলম্ব হচ্ছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান জানিয়েছেন, সন্ধ্যা ৭টার পরই আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে।

কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম রাশেদুল আলম জানান, ৩৩ বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় প্রতিটি পদক্ষেপে সতর্কতা অবলম্বন করা হচ্ছে, যাতে কোনো বিতর্ক বা অভিযোগ না ওঠে। এজন্যই গণনা ও ফল প্রকাশে বাড়তি সময় লাগছে।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের ২১টি হলের মধ্যে ১৮টির ভোট গণনা ইতোমধ্যে শেষ হয়েছে, বাকি ৩টি হলে চলছে গণনার কাজ। তবে ফলাফল প্রকাশে দেরিতে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও প্রার্থীরা।

নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে শুক্রবার রাতেও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের সঙ্গে এক জরুরি বৈঠকে বসেন নির্বাচন কমিশন। সেখানে সিদ্ধান্ত হয়, জনবল বাড়িয়ে রাতের মধ্যেই ফলাফল প্রকাশের চেষ্টা করা হবে। কিন্তু রাত পেরিয়ে শনিবার দুপুর পর্যন্ত গণনা কাজ চলতে থাকে।

এদিকে ভোট গণনা ও নির্বাচনের নানা প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে পদত্যাগ করেছেন নির্বাচন কমিশনের এক সদস্য অধ্যাপক মাফরুহী সাত্তার। তিনি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষক এবং জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি। তিনি অভিযোগ করেন, ভোটে সমতা নিশ্চিত হয়নি, বিভিন্ন অনিয়ম হয়েছে এবং তাকে পদত্যাগ না করার জন্য নানা রকম চাপ প্রয়োগ করা হয়।

অধ্যাপক মাফরুহীর পদত্যাগকে উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে প্রতিক্রিয়া জানিয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের এজিএস প্রার্থী ফেরদৌস আল হাসান। তার ভাষায়, “তিনি যুদ্ধের মাঠ থেকে পিছু হটেছেন। এই পদত্যাগ মূলত নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্রের অংশ।”

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার জাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রায় ১১ হাজার ৭৪৩ ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন আনুমানিক ৬৭-৬৮ শতাংশ। ভোট গণনা শুরু হয় সেদিন রাত সাড়ে ১০টার দিকে। তবে শুক্রবার বিকেলে হঠাৎ গণনা স্থগিত করা হয়। পরে গণনা ফের শুরু হলেও তা ম্যানুয়াল পদ্ধতিতে সম্পন্ন হচ্ছে এবং পোলিং অফিসারের সংখ্যাও বাড়ানো হয়েছে।