ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :

মাহফুজুর হত্যা মামলায় সালমান-আনিসুলসহ চারজনের বিরুদ্ধে নতুন গ্রেপ্তারি ব্যবস্থা

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

রাজধানীর মিরপুরে মাহফুজুর রহমান হত্যা মামলায় আরও চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পদক্ষেপ নেওয়া হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- সাবেক প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, প্রাক্তন আইনমন্ত্রী আনিসুল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম এবং কাফরুল থানা আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন মোল্যা।

সোমবার (২২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া পুলিশের আবেদন মঞ্জুর করে তাদের এই মামলায় গ্রেপ্তার দেখান। এর আগে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করে মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. তরিকুল ইসলাম গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। রাষ্ট্রপক্ষের পক্ষে শুনানি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী।

মামলার তথ্য অনুযায়ী, গত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মিরপুর-১০ এলাকায় শান্তিপূর্ণ কর্মসূচিতে যোগ দেন মাহফুজুর রহমান। ওই বিকেলে পুলিশ ও আওয়ামী লীগ সমর্থকদের গুলিতে তিনি মাথায় আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান। পরে মিরপুর মডেল থানায় দায়ের করা মামলায় সালমান এফ রহমানকে ৭ নম্বর, আনিসুল হককে ৮ নম্বর, জসিম উদ্দিনকে ১৫ নম্বর এবং আতিকুল ইসলামকে ২০ নম্বর আসামি করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৫৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
১১ বার পড়া হয়েছে

মাহফুজুর হত্যা মামলায় সালমান-আনিসুলসহ চারজনের বিরুদ্ধে নতুন গ্রেপ্তারি ব্যবস্থা

আপডেট সময় ০৪:৫৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

রাজধানীর মিরপুরে মাহফুজুর রহমান হত্যা মামলায় আরও চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পদক্ষেপ নেওয়া হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- সাবেক প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, প্রাক্তন আইনমন্ত্রী আনিসুল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম এবং কাফরুল থানা আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন মোল্যা।

সোমবার (২২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া পুলিশের আবেদন মঞ্জুর করে তাদের এই মামলায় গ্রেপ্তার দেখান। এর আগে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করে মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. তরিকুল ইসলাম গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। রাষ্ট্রপক্ষের পক্ষে শুনানি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী।

মামলার তথ্য অনুযায়ী, গত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মিরপুর-১০ এলাকায় শান্তিপূর্ণ কর্মসূচিতে যোগ দেন মাহফুজুর রহমান। ওই বিকেলে পুলিশ ও আওয়ামী লীগ সমর্থকদের গুলিতে তিনি মাথায় আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান। পরে মিরপুর মডেল থানায় দায়ের করা মামলায় সালমান এফ রহমানকে ৭ নম্বর, আনিসুল হককে ৮ নম্বর, জসিম উদ্দিনকে ১৫ নম্বর এবং আতিকুল ইসলামকে ২০ নম্বর আসামি করা হয়।