বান্দরবানে পরিচ্ছন্নতা অভিযানে বিতর্ক: নিজেরাই ময়লা ছড়িয়ে পরে পরিষ্কার করলেন জেলা প্রশাসন
বান্দরবানের মেঘলা পর্যটন এলাকায় জেলা প্রশাসনের পরিচালিত পরিচ্ছন্নতা অভিযানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলায় সমালোচনার ঝড় ওঠে। ভিডিওতে দেখা যায়, প্রশাসনের দুজন কর্মচারী আগে থেকেই পলিথিন ব্যাগ থেকে বোতল ও প্লাস্টিকের আবর্জনা পরিষ্কার স্থানে ছড়িয়ে দিচ্ছেন। পরে জেলা প্রশাসক শামীম আরা রিনি, অতিথিরা এবং বিডি ক্লিন সদস্যরা সেটি পরিষ্কার করতে অংশ নেন।
ঘটনাটি ঘটে শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে, পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত সিঙ্গেল-ইউজ প্লাস্টিক অপসারণ ও জনসচেতনতা কার্যক্রমে। ভিডিও প্রকাশের পর অনেকে প্রশ্ন তোলেন, প্রশাসনের পক্ষ থেকে “আগে ময়লা ফেলা, পরে পরিষ্কার করা” ধরনের প্রদর্শনী কেন করা হলো।
এ বিষয়ে জেলা প্রশাসক শামীম আরা রিনি জানান, বিষয়টি ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। তার দাবি, এক সাংবাদিক ভিডিও ফুটেজ নেয়ার জন্য প্রশাসনের দুই কর্মচারীকে দিয়ে ওই কাজ করান এবং পরে তা নেতিবাচকভাবে ছড়িয়ে দেন। তিনি আরও জানান, সংশ্লিষ্ট কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে এবং প্রকৃত অভিযানে এ ধরনের কাজ করা হয়নি।