গাজায় সামরিক অভিযান সীমিত করার নির্দেশ ইসরায়েল সরকারের
গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর চলমান অভিযান সীমিত করার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রশাসন। দেশটির রাষ্ট্রীয় অনুদানে পরিচালিত সেনাবাহিনীর রেডিওতে এই তথ্য জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া একটি পোস্টে আর্মি রেডিওর মুখপাত্র জানান, সেনাদের শুধুমাত্র প্রতিরক্ষামূলক কার্যক্রম চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। গাজা সিটি দখলের উদ্দেশ্যে পরিচালিত সামরিক অভিযানও আপাতত স্থগিত রাখা হয়েছে।
এই সিদ্ধান্তের পেছনে অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে হামাসের পক্ষ থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্তির প্রতিশ্রুতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনার প্রতি ইতিবাচক সাড়া দিয়েছে হামাস, যার জবাবে ইসরায়েলও আলোচনায় আগ্রহ দেখাচ্ছে। পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে প্রস্তুতিও নিচ্ছে দেশটি।