পাকিস্তানে অভিযানে ‘ফিতনা আল-হিন্দুস্তান’ গোষ্ঠীর ১৪ সদস্য নিহত, আহত অন্তত ২০
পাকিস্তানের নিরাপত্তা বাহিনী শনিবার (৪ অক্টোবর) বেলুচিস্তানের খুজদার জেলার জেহরি এলাকায় একটি বড়সড় সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ‘ফিতনা আল-হিন্দুস্তান’ নামের একটি গোষ্ঠীর অন্তত ১৪ জন সদস্য নিহত এবং আরও ২০ জন আহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির নিরাপত্তা কর্মকর্তারা।
গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, এই সশস্ত্র গোষ্ঠীটি দীর্ঘদিন ধরেই পাকিস্তানে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল এবং তারা ভারতের হয়ে প্রক্সি হিসেবে কাজ করছে।
নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা জানান, গোয়েন্দা পর্যবেক্ষণের ভিত্তিতে সন্ত্রাসী অবস্থান নিশ্চিত হওয়ার পর পুরো এলাকা ঘিরে ফেলে অভিযান শুরু করা হয়। উভয় পক্ষের মধ্যে ঘণ্টাখানেক ধরে তীব্র গোলাগুলির ঘটনা ঘটে। এতে হতাহতের এ ঘটনা ঘটে।
অভিযান শেষে পাকিস্তান সেনাবাহিনী জানায়, ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
এর আগে, বালুচিস্তানের অন্য একটি এলাকায় পরিচালিত আরেক অভিযানে সাতজন সন্ত্রাসী নিহত হয়েছিল। সেই ঘটনায়ও ভারতীয় মদদে পরিচালিত কর্মকাণ্ডের অভিযোগ এনেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।