সবুজ ও টেকসই বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবাইকে একসঙ্গে একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
রোববার (৫ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি এই আহ্বান জানান। পোস্টটি প্রকাশ করা হয় ‘বিশ্ব বসতি দিবস’ উপলক্ষে—যা প্রতি বছর অক্টোবরের প্রথম সোমবার উদ্যাপন করা হয়। দিবসটির লক্ষ্য হচ্ছে সকল মানুষের জন্য নিরাপদ ও মানসম্মত বাসস্থানের নিশ্চয়তা এবং দ্রুত নগরায়ণের প্রভাব সম্পর্কে বিশ্বকে সচেতন করা।
তারেক রহমান তাঁর পোস্টে লেখেন, “বাসস্থান একটি মৌলিক মানবাধিকার। প্রত্যেক মানুষেরই এমন একটি নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সুরক্ষিত আশ্রয়ের অধিকার রয়েছে। আমাদের গ্রাম, শহর, নদী ও বন—সবকিছুই একই আবাসস্থল, যা মিলেই আমাদের ভবিষ্যৎ গড়ে তোলে। টেকসই উন্নয়ন ছাড়া শক্তিশালী আবাসনব্যবস্থা বা সমৃদ্ধ জাতি গড়ে তোলা সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “বর্তমানের বিশৃঙ্খল নগর সম্প্রসারণ ও জলবায়ু ঝুঁকির মতো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজন সাহসী ও তাৎক্ষণিক পদক্ষেপ।”
এই প্রেক্ষাপটে তারেক রহমান বিএনপির ৩১ দফা পরিকল্পনাকে সমাধানের পথনির্দেশক হিসেবে উল্লেখ করেন। তিনি বিশেষভাবে দফা ২৯ (জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষা) এবং দফা ৩১ (পরিকল্পিত ও সুষম নগরায়ন ও বিকেন্দ্রীকরণ) বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন।
তারেক রহমানের বক্তব্য অনুযায়ী, বিএনপি সরকার ক্ষমতায় এলে ঢাকাকেন্দ্রিক উন্নয়ন কাঠামো পরিবর্তন করে সারা দেশে আধুনিক ও পরিকল্পিত শহর গড়ে তুলবে, যাতে প্রতিটি অঞ্চল সমভাবে উন্নত হয়। তিনি জানান, দলটি একটি জাতীয় সবুজায়ন কর্মসূচি হাতে নেবে—যার আওতায় ২৫ কোটি গাছ রোপণ, নদী পুনরুদ্ধার, বর্জ্য ব্যবস্থাপনা, কৃষি আধুনিকীকরণ, নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ এবং ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতি সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে।
শেষে তিনি বলেন, “বিএনপি সরকার আমাদের আবাসন ও ভবিষ্যৎ রক্ষা করবে। আসুন, একসাথে একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ে তুলি।”