গাজায় হামলার প্রতিবাদে আমস্টারডামে বিশাল বিক্ষোভ, ইউরোপজুড়ে সাড়া
ইসরায়েলের বিরুদ্ধে গাজায় চালানো হামলার প্রতিবাদে ইউরোপের বিভিন্ন শহরে লাখো মানুষ বিক্ষোভে অংশ নিয়েছে। সবচেয়ে বড় সমাবেশটি হয়েছে নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে, যেখানে আনুমানিক আড়াই লাখ মানুষ জড়ো হন শহরের কেন্দ্রস্থল মিউজিয়াম স্কয়ারে।
বিক্ষোভকারীরা “ফ্রি প্যালেস্টাইন” স্লোগান দিয়ে হাতে ছিল নানা রকম প্ল্যাকার্ড, ব্যানার ও পোস্টার। অধিকাংশ প্ল্যাকার্ডে ফিলিস্তিনের স্বাধীনতা ও গাজায় হামলার প্রতিবাদ জানানো হয়।
তুরস্কের ইস্তাম্বুল শহরেও ফিলিস্তিনিদের সমর্থনে বিশাল সমাবেশ হয়। হাজারো মানুষ হায়া সোফিয়া মসজিদ থেকে মিছিল করে গোল্ডেন হর্ন নদীর তীরে পৌঁছায়, যেখানে অপেক্ষায় ছিল তুর্কি ও ফিলিস্তিনি পতাকায় মোড়ানো নৌকাগুলো। এখানে একজন প্রতিবাদকারীর হাতে দেখা যায় একটি প্ল্যাকার্ড, যাতে লেখা—“নদী থেকে সাগর পর্যন্ত ফিলিস্তিনকে মুক্ত করো”।
এছাড়া, বুলগেরিয়ার রাজধানী সোফিয়া এবং মরক্কোর রাবাতে বিক্ষোভকারীরা গাজার মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানান। সোফিয়ায় অনেকে ‘গাজা: অনাহারে’ এবং ‘গাজা শিশুদের সবচেয়ে বড় কবরস্থান’ লেখা প্ল্যাকার্ড বহন করেন।
রাবাতে ইসরায়েলের পতাকা পুড়িয়ে, বিক্ষোভকারীরা মরক্কোর সরকারের প্রতি আহ্বান জানান—২০২০ সালে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য।
স্পেনের বিভিন্ন শহরেও এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে। মাদ্রিদ ও বার্সেলোনায় বড় সমাবেশের পর দেশব্যাপী ছোট ছোট মিছিল হয়। অনেকেই সাদা কাপড়ে মোড়ানো পুঁটলি বহন করেন, যা গাজায় নিহত শিশুদের প্রতীক হিসেবে প্রদর্শিত হয়।
সূত্র: আল জাজিরা