যাত্রাবাড়ী থেকে অপহৃত ব্যবসায়ী মুক্তি পেলেন ৬০ হাজার টাকায়
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে অপহৃত গরুর ভুঁড়ি ব্যবসায়ী মো. মকবুল (৩৮) কে নারায়ণগঞ্জের মদনপুর থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে তার পরিবারের কাছ থেকে ৬০ হাজার টাকা আদায় করেছে।
সোমবার (৬ অক্টোবর) সকালে তাকে মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় ফেলে যায় অপহরণকারীরা। পরে পরিবার তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করে।
মকবুলের ভাই মো. শাহ আলম জানান, ভোরে যাত্রাবাড়ী মাছের আড়তে আসার সময় একটি মাইক্রোবাস থেকে কয়েকজন দুর্বৃত্ত তার ভাইকে জোর করে তুলে নেয়। পরে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে ও মুক্তিপণ দাবি করে। কোনো উপায় না দেখে তারা বিকাশে ৬০ হাজার টাকা পাঠান।
টাকা পাওয়ার পর অপহরণকারীরা তাকে গুরুতর আহত অবস্থায় রাস্তায় ফেলে পালিয়ে যায়।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ ফারুক বলেন, আহত অবস্থায় একজন ব্যবসায়ীকে ভর্তি করা হয়েছিল, প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাসায় পাঠানো হয়।