ব্রেকিং নিউজ :
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় অন্ধকারে ৪০ হাজার মানুষ!
রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় বেলগোরদ প্রদেশে ইউক্রেনের হামলায় ব্যাপক বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে বলে জানিয়েছেন গভর্নর ভিয়াচেস্লাভ গ্লাদকভ। তার বরাতে জানা গেছে, প্রায় ৪০ হাজার বাসিন্দা বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন, এবং হাসপাতালগুলো জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ পাচ্ছে।
গত ২৪ ঘণ্টায় ড্রোন হামলায় অন্তত তিনজন আহত হয়েছেন, তাদের একজন ১০ বছরের শিশু।
ইউক্রেনও জানায়, রুশ হামলায় লভিভ শহরে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে, যেখানে চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা ইউক্রেনের অস্ত্র কারখানা ও জ্বালানি স্থাপনায় হামলা চালিয়েছে, বেসামরিক লক্ষ্যবস্তু নয়।
উল্লেখ্য, ২০২২ সালের শরৎকাল থেকে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো রাশিয়ার প্রধান টার্গেট হয়ে আছে। ক্রিমিয়া সেতুতে হামলার পর থেকেই এ ধরনের আক্রমণ বাড়ে।