আল-সিসির সতর্কবার্তা: ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া স্থায়ী শান্তি নয়
মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি আনতে হলে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা জরুরি বলে মন্তব্য করেছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।
তিনি জানান, গাজায় যুদ্ধবিরতি, বন্দি বিনিময়, পুনর্গঠন এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের লক্ষ্যে রাজনৈতিক সংলাপই দীর্ঘমেয়াদি শান্তির একমাত্র উপায়।
বর্তমানে মিশর ইসরাইল ও হামাসের মধ্যে শান্তি আলোচনার মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে, যেখানে আন্তর্জাতিক পক্ষগুলোও অংশ নিচ্ছে।
তবে আলোচনা চলাকালেই গাজায় ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। সোমবার ভোর পর্যন্ত নতুন করে সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ত্রাণ নিতে যাওয়া কয়েকজনও রয়েছেন।
গাজায় চলমান যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত ইসরাইলের হামলায় প্রায় ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং লক্ষাধিক আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।