ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ওসমানী বিমানবন্দরের রানওয়ে এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু Logo বাগেরহাটে টেলিস্কোপে চাঁদ-তারা দেখে শিক্ষার্থীদের উচ্ছ্বাস Logo ওমরজাইয়ের দাপটেই আফগানিস্তানের জয়, বাংলাদেশ হোঁচট খেল প্রথম ওয়ানডেতে Logo শুধু হামজা নয়, বাংলাদেশের পুরো দলকেই নজরে রাখছেন হংকং কোচ Logo রাতে জিয়াউর রহমানের সমাধিতে দোয়া ও কোরআন তেলাওয়াতে যাচ্ছেন খালেদা জিয়া Logo এক লাফে ৬,৯০৬ টাকা বৃদ্ধি, ভরিতে স্বর্ণের নতুন রেকর্ড দাম Logo পাকিস্তানি অভিযানে ১৯ ভারতীয় প্রক্সি সন্ত্রাসী নিধন Logo রাশিয়ার হাতে যুদ্ধের লাগাম, ইউক্রেনের পাল্টা দাবি Logo এ বছরের রসায়ন নোবেল: তিন বিজ্ঞানীর যুগান্তকারী আবিষ্কার Logo শেখ হাসিনার মামলায় নতুন অধ্যায়: রোববার থেকে যুক্তিতর্ক

এইচএসসির ফল প্রকাশের প্রস্তুতি শেষ পর্যায়ে, ঘোষণা আসছে শিগগিরই

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সব প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। জানা গেছে, খাতা মূল্যায়নের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে, আর ফলাফল প্রকাশ করা হবে ১৮ অক্টোবরের আগেই।

মঙ্গলবার (৭ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।

তিনি জানান, দেশের সব বোর্ডের খাতা দেখা শেষ হয়েছে এবং বর্তমানে ফলাফল তৈরির কারিগরি কাজ চলছে। সময়মতো ফল প্রকাশ নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
অধ্যাপক কামাল উদ্দিন বলেন, “১৮ অক্টোবর পরীক্ষার ৬০ দিন পূর্ণ হবে। আমরা তার আগেই ফল প্রকাশ করতে চাই। তবে এখনো নির্দিষ্ট তারিখ চূড়ান্ত হয়নি, সিদ্ধান্ত হলে জানানো হবে।”

উল্লেখ্য, এ বছর এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয় গত ১৯ আগস্ট এবং ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত। পাবলিক পরীক্ষা আইনে বলা আছে, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই ফলাফল প্রকাশ করতে হয়।

প্রথম রুটিন অনুযায়ী পরীক্ষা শুরু হয়েছিল ২৬ জুন, যা শেষ হওয়ার কথা ছিল ১৩ আগস্ট। তবে কয়েকটি বিষয়ের পরীক্ষা স্থগিত হওয়ায় পরবর্তীতে নতুন সূচিতে পরীক্ষা শেষ হয় কিছুটা দেরিতে।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন, আর ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন।

সারা দেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। বোর্ডভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা:

ঢাকা: ২ লাখ ৯১ হাজার ২৪১

রাজশাহী: ১ লাখ ৩৩ হাজার ২৪২

কুমিল্লা: ১ লাখ ১ হাজার ৭৫০

যশোর: ১ লাখ ১৬ হাজার ৩১৭

চট্টগ্রাম: ১ লাখ ৩৫ হাজার

বরিশাল: ৬১ হাজার ২৫

সিলেট: ৬৯ হাজার ৬৮৩

দিনাজপুর: ১ লাখ ৩ হাজার ৮৩২

ময়মনসিংহ: ৭৮ হাজার ২৭৩

এ ছাড়া, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ৮৬ হাজার ১০২ জন আলিম পরীক্ষার্থী এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৯ হাজার ৬১১ জন পরীক্ষার্থী অংশ নেয়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৩৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
৫ বার পড়া হয়েছে

এইচএসসির ফল প্রকাশের প্রস্তুতি শেষ পর্যায়ে, ঘোষণা আসছে শিগগিরই

আপডেট সময় ০২:৩৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সব প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। জানা গেছে, খাতা মূল্যায়নের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে, আর ফলাফল প্রকাশ করা হবে ১৮ অক্টোবরের আগেই।

মঙ্গলবার (৭ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।

তিনি জানান, দেশের সব বোর্ডের খাতা দেখা শেষ হয়েছে এবং বর্তমানে ফলাফল তৈরির কারিগরি কাজ চলছে। সময়মতো ফল প্রকাশ নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
অধ্যাপক কামাল উদ্দিন বলেন, “১৮ অক্টোবর পরীক্ষার ৬০ দিন পূর্ণ হবে। আমরা তার আগেই ফল প্রকাশ করতে চাই। তবে এখনো নির্দিষ্ট তারিখ চূড়ান্ত হয়নি, সিদ্ধান্ত হলে জানানো হবে।”

উল্লেখ্য, এ বছর এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয় গত ১৯ আগস্ট এবং ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত। পাবলিক পরীক্ষা আইনে বলা আছে, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই ফলাফল প্রকাশ করতে হয়।

প্রথম রুটিন অনুযায়ী পরীক্ষা শুরু হয়েছিল ২৬ জুন, যা শেষ হওয়ার কথা ছিল ১৩ আগস্ট। তবে কয়েকটি বিষয়ের পরীক্ষা স্থগিত হওয়ায় পরবর্তীতে নতুন সূচিতে পরীক্ষা শেষ হয় কিছুটা দেরিতে।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন, আর ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন।

সারা দেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। বোর্ডভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা:

ঢাকা: ২ লাখ ৯১ হাজার ২৪১

রাজশাহী: ১ লাখ ৩৩ হাজার ২৪২

কুমিল্লা: ১ লাখ ১ হাজার ৭৫০

যশোর: ১ লাখ ১৬ হাজার ৩১৭

চট্টগ্রাম: ১ লাখ ৩৫ হাজার

বরিশাল: ৬১ হাজার ২৫

সিলেট: ৬৯ হাজার ৬৮৩

দিনাজপুর: ১ লাখ ৩ হাজার ৮৩২

ময়মনসিংহ: ৭৮ হাজার ২৭৩

এ ছাড়া, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ৮৬ হাজার ১০২ জন আলিম পরীক্ষার্থী এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৯ হাজার ৬১১ জন পরীক্ষার্থী অংশ নেয়।