ব্রেকিং নিউজ :
সংসদে ঐতিহাসিক ভোট: ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা
স্পেনের সংসদ ইসরায়েলের ওপর অস্ত্র ও সামরিক সরঞ্জাম রপ্তানি নিষিদ্ধ করে নতুন আইন পাস করেছে। বুধবার (৮ অক্টোবর) অনুষ্ঠিত ভোটে ১৭৮ জন সংসদ সদস্য এই আইনের পক্ষে ভোট দেন, বিপক্ষে ছিলেন ১৬৯ জন।
২০২৩ সাল থেকে কার্যকর থাকা এই নিষেধাজ্ঞাকে এবার আইনি রূপ দিল দেশটি। ইসরায়েলের গাজা অভিযানের কঠোর সমালোচক হিসেবে পরিচিত প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই আইনকে ‘মানবিক বাধ্যবাধকতা’ হিসেবে উল্লেখ করেছেন।
এই আইনের আওতায় ইসরায়েলে কোনো সামরিক পণ্য, প্রযুক্তি বা জ্বালানি সরবরাহ করা হবে না। পাশাপাশি, ইসরায়েলি সামরিক জাহাজ বা বিমানও স্পেনের আকাশ ও বন্দর ব্যবহার করতে পারবে না।