ব্রেকিং নিউজ :
শিকাগোতে সেনা মোতায়েনে বিক্ষোভ, ট্রাম্পের বিরুদ্ধে মামলা
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শিকাগোর মেয়র ব্র্যান্ডন জনসন ও ইলিনয় রাজ্যের গভর্নর জেবি প্রিটজকারকে কারাগারে পাঠানো উচিত। বুধবার (৮ অক্টোবর) নিজের সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এই মন্তব্য করেন তিনি।
ট্রাম্প দাবি করেন, ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন এই দুই ডেমোক্র্যাট নেতা। যদিও এই অভিযোগের পক্ষে কোনো প্রমাণ হাজির করতে পারেননি তিনি।
এদিকে, শিকাগো শহরে ন্যাশনাল গার্ড মোতায়েনের বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ট্রাম্পের সিদ্ধান্তকে অবৈধ ও বিপজ্জনক বলে আখ্যা দিয়ে গভর্নর ও মেয়র যৌথ মামলা করেছেন। বৃহস্পতিবার আদালতে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।