ব্রেকিং নিউজ :
গাজায় যুদ্ধবিরতির খবরে উৎসবের আমেজ
ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি সংক্রান্ত চুক্তির খবরে গাজায় শুরু হয়েছে উল্লাস। খান ইউনিসসহ বিভিন্ন এলাকায় মানুষ আনন্দ মিছিল বের করেছে, বাজছে ঢোল-খঞ্জনি ও স্লোগান।
অনেকে খুশিতে কাঁদছেন, কেউবা চিৎকার করে বলছেন—‘আল্লাহু আকবর’।
গাজার তরুণী ইমান আল কৌকা বলেন, “আজ আনন্দের দিন, কিন্তু আমাদের ক্ষতির দিনও। যুদ্ধ আমাদের শহর কেড়ে নিয়েছে।”
আরেক বাসিন্দা আহমেদ দাহমান জানান, তিনি বাবাকে হারিয়েছেন ইসরাইলি হামলায়, তবুও রক্তপাত থামার খবর তাকে শান্তি দিয়েছে।
ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত এই চুক্তির মেয়াদ ৬ সপ্তাহ। এই সময়ের মধ্যে হামাস জিম্মিদের মুক্তি দেবে, আর ইসরাইল সামরিক অভিযান বন্ধ করবে এবং বন্দি ফিলিস্তিনিদের ছেড়ে দেবে।