খেলাফত আন্দোলনের ৭ দফা বাস্তবায়নে সরকারের প্রতি সাদিক হক্কানীর আহ্বান
খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী সরকারের প্রতি দলটির ঘোষিত সাত দফা দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৪টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে আয়োজিত গণমিছিল-পূর্ব সমাবেশে তিনি এই আহ্বান জানান।
তিনি বলেন, “পবিত্র কোরআন অবমাননাকারীদের বিচারের ব্যবস্থা, ২০১৩ সালের শাপলা চত্বর ও ২০২৪ সালের জুলাই বিপ্লবে নিহতদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদানসহ খেলাফত আন্দোলনের সাত দফা অবিলম্বে কার্যকর করতে হবে। অন্যথায় আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন দলটির নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, যুগ্ম মহাসচিব অধ্যক্ষ রুকনুজ্জামান রোকন, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, ঢাকা মহানগর আমির মুফতি মাহবুবুর রহমান, অ্যাডভোকেট জয়নাল আবদীন বকুল ও মুফতি আবুল হাসান কাসেমী।
খেলাফত আন্দোলনের সাত দফা দাবি নিম্নরূপ:
১. জুলাই সনদের আলোকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে হবে।
২. অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সকল দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।
৩. নির্বাচনে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান করে মাঠে মোতায়েন করতে হবে।
৪. ২০১৩ সালের শাপলা চত্বর ও ২০২৪ সালের জুলাইয়ের ঘটনায় সংঘটিত হত্যাকাণ্ডসহ অতীত সরকারের সব নিপীড়ন ও দুর্নীতির বিচার দ্রুত সম্পন্ন করতে হবে।
৫. ২০১৩ ও ২০২৪ সালের শহীদ ও আহতদের রাষ্ট্রীয় মর্যাদা, চিকিৎসা এবং সুযোগ-সুবিধা প্রদান করতে হবে।
৬. পূর্ববর্তী সরকারগুলোর সময় বিদেশে পাচার করা সম্পদ দেশে ফিরিয়ে আনতে হবে।
৭. প্রাথমিক বিদ্যালয়ে নাচ ও গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগে কার্যকর উদ্যোগ নিতে হবে।