পদত্যাগের চার দিন পরই ফের প্রধানমন্ত্রীর চেয়ারে সেবাস্তিয়ান লেকর্নু
মাত্র কয়েক সপ্তাহ আগে ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়া সেবাস্তিয়ান লেকর্নু হঠাৎই ৬ অক্টোবর সোমবার পদত্যাগ করেন। কিন্তু মাত্র চার দিন পরই আবার তার কাঁধে প্রধানমন্ত্রীর দায়িত্ব তুলে দেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। এই হঠাৎ সিদ্ধান্তে ফ্রান্সের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনার ঝড়।
শুক্রবার রাতের দিকে প্রেসিডেন্ট ম্যাকরন এই ঘোষণাটি দেন। তার কয়েক ঘণ্টা আগে এলিসি প্রাসাদে তিনি প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে বসেন। তবে চরম ডান ও বামপন্থী দলগুলো এই আলোচনায় অংশ নেয়নি।
লেকর্নুর ফিরে আসা অনেকের কাছেই অপ্রত্যাশিত লেগেছে। কারণ, এর ঠিক দুই দিন আগেই তিনি জাতীয় টেলিভিশনে বলেছিলেন, তিনি “এই পদটির পেছনে ছুটছেন না” এবং তার “মিশন শেষ”। সেই বক্তব্যের পর এত দ্রুত আবার দায়িত্ব গ্রহণ করায় রাজনৈতিক মহলে দেখা দিয়েছে বিভ্রান্তি ও অস্থিরতা।
এখনও নিশ্চিত নয় যে, তিনি একটি পূর্ণাঙ্গ সরকার গঠন করতে পারবেন কি না। তবে তার ওপর চাপ বাড়ছে—১৩ অক্টোবর সোমবারের মধ্যে তাকে ফরাসি পার্লামেন্টে আগামী বছরের বাজেট উপস্থাপন করতে হবে।
বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্ট এবং রাজনৈতিক নেতাদের মধ্যে কয়েকদিনের আলোচনার পর লেকর্নুর পুনর্বাসন অনেকটা বাধ্য হয়ে নেওয়া সিদ্ধান্ত, যা রাজনৈতিক অচলাবস্থা থেকে উত্তরণের একটি চেষ্টা হলেও অনেকেই এটিকে অনাকাঙ্ক্ষিত মনে করছেন।
তথ্যসূত্র: ফ্রান্স-২৪, আল জাজিরা, বিবিসি