নারীদের ক্ষমতায়নে তারেক রহমানের ৬ দফা অঙ্গীকার
নারী ও কন্যাশিশুর উন্নয়নে ৬টি বিশেষ অঙ্গীকার ঘোষণা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি বলেন, সুযোগ পেলে বিএনপি এমন এক রাষ্ট্র গঠন করবে, যেখানে প্রতিটি মেয়ের স্বপ্নপূরণে সরকার পাশে থাকবে।
তারেক রহমানের ৬টি অঙ্গীকারের মধ্যে রয়েছে— নারী গৃহপ্রধানদের নামে ‘ফ্যামিলি কার্ড’, নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ ও প্রশিক্ষণ, মেয়েদের প্রযুক্তি ও কারিগরি শিক্ষার প্রসার, নীতি প্রণয়নে নারীর অংশগ্রহণ বৃদ্ধি, নারী নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবারকেন্দ্রিক সামাজিক কল্যাণ।
তিনি বলেন, “নারীর ক্ষমতায়ন শুধু নীতির বিষয় নয়, এটা ব্যক্তিগত অঙ্গীকার।”
তিনি মনে করিয়ে দেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সময় থেকেই বাংলাদেশে নারীর অর্থনৈতিক ও শিক্ষাগত উন্নয়নের ঐতিহ্য গড়ে উঠেছে।
বিএনপি সরকারে সুযোগ পেলে নারীদের সেই অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দেন তিনি।