ব্রেকিং নিউজ :
নির্বাচনে সেনা উপস্থিতি বাড়বে তিনগুণ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বর্তমানে মাঠে থাকা সেনা সদস্যের তুলনায় তিনগুণ বেশি সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান।
শনিবার (১১ অক্টোবর) বিকেলে ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, সেনাবাহিনী একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুত।
তিনি আরও জানান, সেনাবাহিনী বিচার ও ইনসাফের পক্ষে। গুম বা মানবাধিকার লঙ্ঘনের মতো ইস্যুতে কোনো আপস করা হবে না।
এ সময় তিনি উল্লেখ করেন, তিনটি মামলায় ২৫ সেনা কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে, যাদের মধ্যে কিছু অবসরপ্রাপ্ত ও কিছু কর্মরত। অভিযুক্তদের অধিকাংশই এখন সেনাসদরে রয়েছেন।
কবীর আহাম্মদ নামে এক কর্মকর্তার নিখোঁজ হওয়ার ঘটনাও তিনি নিশ্চিত করেন, যিনি ৯ অক্টোবর সকাল থেকে নিখোঁজ আছেন।