ঢাকা ০২:৫০ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo রেড ক্রিসেন্ট চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে কর্মী-স্বেচ্ছাসেবকদের বিক্ষোভ Logo পঞ্চগড়ে লংমার্চ কর্মসূচিতে বিদ্যুৎ বিভ্রাট, নেসকো কর্মকর্তাদের বিরুদ্ধে ক্ষোভ ঝারলেন এনসিপি নেতা সারজিস Logo রাকসু নির্বাচন উপলক্ষে ১৫ ও ১৬ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে Logo গত এক বছরে বন্ধ হয়ে গেছে ১৮৫টি গার্মেন্ট কারখানা Logo “পাহাড়ে অস্থিরতা ছড়াতে চেয়েছিল কিছু ফ্যাসিস্ট বুদ্ধিজীবী” — স্বরাষ্ট্র উপদেষ্টা Logo ১২ অক্টোবর ২০২৫: টাকার বিপরীতে আজকের বৈদেশিক মুদ্রার হালনাগাদ বিনিময় হার Logo গাজা সংকট সমাধানে শান্তি সম্মেলন: ট্রাম্প ও সিসির যৌথ সভাপতিত্বে শারম আল-শেখে বৈঠক সোমবার Logo যুদ্ধবিরতির পর গাজার শাসনব্যবস্থা: ট্রাম্পের প্রস্তাবে বিতর্ক, হামাসের স্পষ্ট না বলার বার্তা Logo সারাদেশজুড়ে শুরু হলো জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচি Logo রোমে ওয়ার্ল্ড ফুড ফোরামে অংশ নিতে প্রধান উপদেষ্টার সফর

“পাহাড়ে অস্থিরতা ছড়াতে চেয়েছিল কিছু ফ্যাসিস্ট বুদ্ধিজীবী” — স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব সংবাদ :

 

জাতীয় নির্বাচন সামনে রেখে দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং সুষ্ঠুভাবে ভোটগ্রহণ নিশ্চিত করতে যেকোনো ধরনের বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রবিবার (১২ অক্টোবর) সকালে সচিবালয়ে অনুষ্ঠিত কোর কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। তিনি জানান, আসন্ন নির্বাচনে প্রায় ৮০ হাজার সশস্ত্র বাহিনীর সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবেন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের যেন কোনো ধরনের আইনবহির্ভূত কার্যকলাপে না জড়ায়, সে জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

এ সময় তিনি অভিযোগ করেন, পার্বত্য অঞ্চলে আগের অস্থিরতা সৃষ্টি করতে কিছু ‘ফ্যাসিস্ট বুদ্ধিজীবী’ উসকানি দিয়েছিলেন। তবে বর্তমানে পাহাড়ে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, আগের জাতীয় সংসদ নির্বাচনে (২০১৪, ২০১৮ ও ২০২৪) দায়িত্ব পালন করা অনেক ব্যক্তিকে আসন্ন নির্বাচনে দায়িত্ব না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে নিরপেক্ষতা নিশ্চিত করা যায়।

নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রশিক্ষণ প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে এবং যত দ্রুত সম্ভব তা সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৪৮:০১ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
৮ বার পড়া হয়েছে

“পাহাড়ে অস্থিরতা ছড়াতে চেয়েছিল কিছু ফ্যাসিস্ট বুদ্ধিজীবী” — স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ১২:৪৮:০১ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫

 

জাতীয় নির্বাচন সামনে রেখে দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং সুষ্ঠুভাবে ভোটগ্রহণ নিশ্চিত করতে যেকোনো ধরনের বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রবিবার (১২ অক্টোবর) সকালে সচিবালয়ে অনুষ্ঠিত কোর কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। তিনি জানান, আসন্ন নির্বাচনে প্রায় ৮০ হাজার সশস্ত্র বাহিনীর সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবেন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের যেন কোনো ধরনের আইনবহির্ভূত কার্যকলাপে না জড়ায়, সে জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

এ সময় তিনি অভিযোগ করেন, পার্বত্য অঞ্চলে আগের অস্থিরতা সৃষ্টি করতে কিছু ‘ফ্যাসিস্ট বুদ্ধিজীবী’ উসকানি দিয়েছিলেন। তবে বর্তমানে পাহাড়ে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, আগের জাতীয় সংসদ নির্বাচনে (২০১৪, ২০১৮ ও ২০২৪) দায়িত্ব পালন করা অনেক ব্যক্তিকে আসন্ন নির্বাচনে দায়িত্ব না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে নিরপেক্ষতা নিশ্চিত করা যায়।

নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রশিক্ষণ প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে এবং যত দ্রুত সম্ভব তা সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।