রেড ক্রিসেন্ট চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে কর্মী-স্বেচ্ছাসেবকদের বিক্ষোভ
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ডা. আজিজুল ইসলামের পদত্যাগের দাবিতে সংস্থার কর্মকর্তাদের একাংশ, কর্মচারী ও স্বেচ্ছাসেবকরা রাজধানীর মগবাজারে অবস্থিত প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন।
রবিবার (১২ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে অংশ নেয় শতাধিক ব্যক্তি। তারা রেড ক্রিসেন্ট ভবনের সামনের সড়কে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন এবং চেয়ারম্যানের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ জানান।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দায়িত্ব গ্রহণের পর থেকে চেয়ারম্যান আজিজুল ইসলাম স্বেচ্ছাচারিতায় লিপ্ত। যোগ্য ও অভিজ্ঞ কর্মকর্তাদের সরিয়ে তিনি তার ঘনিষ্ঠ ও দলীয় পরিচয়ের লোকজনকে অগ্রাধিকার দিচ্ছেন। রাজনৈতিকভাবে বিতর্কিত কিছু ব্যক্তিকে নিয়োগ দেওয়ার অভিযোগও তুলেছেন তারা।
প্রতিবাদকারীদের দাবি, চেয়ারম্যানের ‘একক কর্তৃত্ববাদী’ আচরণের ফলে প্রতিষ্ঠানের অভ্যন্তরে অসন্তোষ দানা বেঁধেছে। চাকরিচ্যুতির আশঙ্কায় অনেক কর্মী প্রকাশ্যে প্রতিবাদে অংশ নিতে পারেননি বলেও তারা জানান।
এ আন্দোলনকারীদের মতে, রেড ক্রিসেন্টের দীর্ঘ ইতিহাসে এমন অস্থিরতা আগে কখনও দেখা যায়নি।
এই বিষয়ে জানতে চাইলে রেড ক্রিসেন্ট চেয়ারম্যান ডা. আজিজুল ইসলাম মন্তব্য করতে রাজি হননি।