পাকিস্তানের পাল্টা হামলায় নিহত ২০০ তালেবান
আফগান সীমান্তে তালেবান ও টিটিপি সন্ত্রাসীদের হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানি সেনাবাহিনীর পরিচালিত পাল্টা অভিযানে ২০০-র বেশি যোদ্ধা নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।
রোববার (১২ অক্টোবর) জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান সেনাবাহিনীর আইএসপিআর জানায়, আফগান ভূখণ্ডে থাকা সন্ত্রাসী ক্যাম্প, প্রশিক্ষণ কেন্দ্র ও পোস্টে লক্ষ্য করে একাধিক হামলা চালানো হয়।
অভিযানে বহু ক্যাম্প ও ঘাঁটি ধ্বংস হয়েছে বলে জানায় আইএসপিআর। সীমান্তের কয়েকটি স্থানে পাকিস্তানি বাহিনী সাময়িকভাবে নিয়ন্ত্রণ নেয়।
সংঘর্ষ শুরু হয় শনিবার রাতে, যখন আফগান বাহিনী পাকিস্তানের বিভিন্ন সীমান্ত পোস্টে গুলি চালায়। জবাবে পাকিস্তানি বাহিনী গোলাবর্ষণ ও বিমান হামলা চালায়।
আফগান কর্তৃপক্ষ দাবি করেছে, তাদের হামলায় ৫৮ পাকিস্তানি সেনা নিহত হয়। তবে পাকিস্তান সে দাবি অস্বীকার করেছে।
আইএসপিআর হুঁশিয়ারি দিয়ে জানায়, আফগান ভূখণ্ড থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড চললে পাকিস্তান শক্ত প্রতিক্রিয়া দেখাবে এবং সীমান্ত সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
সৌদি আরব, কাতার ও ইরান উভয় দেশকেই উত্তেজনা কমাতে সংলাপের আহ্বান জানিয়েছে।