ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফিলিস্তিনি সংগঠন হামাস সাত ইসরায়েলি জিম্মিকে রেড ক্রসের মাধ্যমে হস্তান্তর করেছে Logo “সেফ এক্সিটের প্রশ্নই ওঠে না, কারণ আমরা অর্থ আত্মসাৎ করিনি”—ধর্ম উপদেষ্টা Logo যুক্তরাষ্ট্র থেকে ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের Logo শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আজ যুক্তিতর্কের দ্বিতীয় দিন Logo প্রধান উপদেষ্টার উদ্যোগ: তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের প্রস্তাব Logo আসছে শৈত্যপ্রবাহ, কী জানাল আবহাওয়া অধিদফতর Logo মাউশি বিভক্ত: গঠিত হচ্ছে মাধ্যমিক ও কলেজ শিক্ষা অধিদফতর Logo টানা দ্বিতীয়বার এনসিএল টি-টোয়েন্টির শিরোপা রংপুরের দখলে Logo সারজিসকে ঘুমের ওষুধের পরামর্শ দিলেন গীতিকার প্রিন্স মাহমুদ Logo পাকিস্তানের সঙ্গে সীমান্ত সংঘাত ‘স্থগিত’ করেছে আফগানিস্তান: পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকি

প্রধান উপদেষ্টার উদ্যোগ: তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের প্রস্তাব

নিজস্ব সংবাদ :

 

তরুণদের কৃষিভিত্তিক উদ্যোগকে উৎসাহিত করতে ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ইতালির রোমে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফুড ফোরামের একটি সাইড ইভেন্টে এই প্রস্তাব দেন তিনি।

এই বিষয়ে সোমবার (১৩ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইং একটি বিবৃতি প্রকাশ করে।

বিবৃতিতে জানানো হয়, রবিবার ওয়ার্ল্ড ফুড ফোরামে অংশ নিতে রোমে পৌঁছান ড. ইউনূস। সফরের অংশ হিসেবে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD)-এর প্রেসিডেন্ট আলভারো লারিওর সঙ্গে এক বৈঠকে মিলিত হন তিনি। সেখানেই তিনি ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের প্রস্তাব রাখেন, যা কৃষি, স্বাস্থ্য এবং উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন তিনি।

বৈঠকে আরও আলোচনা হয় গভীর সমুদ্র থেকে মৎস্য আহরণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহনশীল কৃষি, আম ও কাঁঠালের রফতানি সম্ভাবনা এবং দুগ্ধ শিল্পে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে।

আইএফএড প্রেসিডেন্ট বাংলাদেশে সামাজিক ব্যবসার উদ্যোগে অংশগ্রহণে আগ্রহ প্রকাশ করেন।

উল্লেখ্য, প্রধান উপদেষ্টার রোম সফর চলবে ১৭ অক্টোবর পর্যন্ত। রোমে পৌঁছানোর পর তাকে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রদূত এ. টি. এম. রকিবুল হক।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৩৮:২৮ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
১১ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টার উদ্যোগ: তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের প্রস্তাব

আপডেট সময় ১২:৩৮:২৮ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

 

তরুণদের কৃষিভিত্তিক উদ্যোগকে উৎসাহিত করতে ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ইতালির রোমে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফুড ফোরামের একটি সাইড ইভেন্টে এই প্রস্তাব দেন তিনি।

এই বিষয়ে সোমবার (১৩ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইং একটি বিবৃতি প্রকাশ করে।

বিবৃতিতে জানানো হয়, রবিবার ওয়ার্ল্ড ফুড ফোরামে অংশ নিতে রোমে পৌঁছান ড. ইউনূস। সফরের অংশ হিসেবে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD)-এর প্রেসিডেন্ট আলভারো লারিওর সঙ্গে এক বৈঠকে মিলিত হন তিনি। সেখানেই তিনি ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের প্রস্তাব রাখেন, যা কৃষি, স্বাস্থ্য এবং উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন তিনি।

বৈঠকে আরও আলোচনা হয় গভীর সমুদ্র থেকে মৎস্য আহরণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহনশীল কৃষি, আম ও কাঁঠালের রফতানি সম্ভাবনা এবং দুগ্ধ শিল্পে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে।

আইএফএড প্রেসিডেন্ট বাংলাদেশে সামাজিক ব্যবসার উদ্যোগে অংশগ্রহণে আগ্রহ প্রকাশ করেন।

উল্লেখ্য, প্রধান উপদেষ্টার রোম সফর চলবে ১৭ অক্টোবর পর্যন্ত। রোমে পৌঁছানোর পর তাকে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রদূত এ. টি. এম. রকিবুল হক।