ব্রেকিং নিউজ :
রাজবাড়ীতে অন্ধকারে পল্লী বিদ্যুতের ২ লাখ ২৯ হাজার গ্রাহক
রাজবাড়ীতে অন্ধকারে পল্লী বিদ্যুতের ২ লাখ ২৯ হাজার গ্রাহক।
দাবি না মেনে উল্টো আন্দোলনের সমন্বয়কদের চাকরিচ্যুতি ও আটকের প্রতিবাদে ব্ল্যাকআউট কর্মসূচি পালন করছেন রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেল তিনটা থেকে রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির (পিবিএস) আওতাধীন বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হয়। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন আছেন এ পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন জেলার পাঁচ উপজেলার দুই লাখ ২৯ হাজার গ্রাহক। রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (কারিগরি) মুহ. শিফাজ উদ্দিন মল্লিক জানিয়েছেন, দেশের ৬৪টি জেলায় ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি আছে। এসব সমিতিতে কর্মরত আছেন প্রায় ৪৫ হাজার কর্মকর্তা-কর্মচারী। তারা দেশের সোয়া ৪ কোটি গ্রাহককে বিদ্যুৎ সরবরাহ করেন। বিভিন্ন দাবি আদায়ে প্রায় ১০ মাস ধরে তারা আন্দোলন করছিলেন।
এ আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিলেন এমন ২০ জন কর্মকর্তাকে বৃহস্পতিবার চাকরিচ্যুত করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজন মহাব্যবস্থাপক (জিএম) রয়েছেন। এরমধ্যে কয়েকজন কর্মকর্তাকে আটকও করা হয়েছে। তিনি জানান, চাকরিচ্যুতির এই আদেশ প্রত্যাহার ও আগের দাবি আদায়ে পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীরা সারাদেশে ব্ল্যাকআউট কর্মসূচি গ্রহণ করেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে চান। রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির (পিবিএস) আওতাধীন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলেও ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) আওতাভুক্ত এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে।
ট্যাগস :
(ওজোপাডিকো bangla news bangladesh desh desh 24 desh 24 live desh live পল্লী বিদ্যুৎ সমিতি ব্ল্যাকআউট কর্মসূচি রাজবাড়ী