ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হচ্ছে আজ Logo বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য শ্রীলঙ্কায় ভ্রমণের আগে ডিজিটাল অনুমতি বাধ্যতামূলক Logo এইচএসসি পরীক্ষায় ২০২টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থী অকৃতকার্য Logo রাকসু নির্বাচনে চলছে ভোটগ্রহণ, দীর্ঘ ৩৫ বছর পর শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ Logo চাকসু নির্বাচনে ২৪টি পদে শিবির-সমর্থিত প্যানেলের জয়, এজিএস পদে ছাত্রদলের প্রার্থী নির্বাচিত Logo এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ: পাশের হার ৫৮.৮৩%, ইংরেজিতে সর্বাধিক অকৃতকার্য Logo ফেব্রুয়ারিতেই ভোট, কথার কথা নয়: প্রধান উপদেষ্টা ড. ইউনূস Logo খালেদা জিয়ার ভবিষ্যদ্বাণী ছিল—একদিন শেখ হাসিনাকেও জনগণ উৎখাত করবে: মির্জা ফখরুল Logo ২৫ অক্টোবর থেকে শুরু এনসিএল, নতুন দল ময়মনসিংহ বিভাগ Logo ‘স্যার নয়, ভাই বলুন’: বিহারের নারী কর্মীকে মোদির অনুরোধ

পাকিস্তানের সুযোগ নিচ্ছে ভারত? তালেবানকে ঘিরে কূটনৈতিক পালাবদল

নিজস্ব সংবাদ :

সংগৃহিত

প্রায় চার বছর পর আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির দিল্লি সফর নিয়ে দক্ষিণ এশিয়ার কূটনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এটি তালেবান সরকারের কোনো উচ্চপর্যায়ের কর্মকর্তার ভারতের প্রথম আনুষ্ঠানিক সফর, যা বিশ্লেষকদের মতে দুই দেশের সম্পর্কে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর ভারত কূটনৈতিক সম্পর্ক স্থগিত করে দূতাবাস বন্ধ করে দিয়েছিল। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার মুত্তাকিকে লাল গালিচায় স্বাগত জানিয়ে সেই সম্পর্ক পুনর্গঠনের পথে এগোচ্ছে। জাতিসংঘের নিষেধাজ্ঞা তালিকায় থাকা মুত্তাকি অস্থায়ী অনুমতিপত্র নিয়ে ভারতে এসে পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। পরবর্তী ঘোষণায় জয়শঙ্কর জানান, ভারত আবার কাবুলে দূতাবাস চালু করবে।

দুই দেশের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, উন্নয়ন, বাণিজ্য ও মানবিক সহায়তা বাড়াতে তারা ঘনিষ্ঠভাবে কাজ করবে। বর্তমানে ভারত-আফগান বাণিজ্যের পরিমাণ প্রায় ৯০০ মিলিয়ন ডলার, যা ভবিষ্যতে আরও বাড়তে পারে। তালেবান প্রতিনিধি দল ভারতীয় বিনিয়োগকারীদের আফগানিস্তানের খনি খাতে বিনিয়োগে আহ্বান জানিয়েছে।

মুত্তাকি সফরের সময় দারুল উলুম দেওবন্দ মাদ্রাসাও পরিদর্শন করেন এবং ভারত-আফগান শহরগুলোর মধ্যে সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা দেন।

বিশ্লেষকদের মতে, পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্কের অবনতির সুযোগ নিয়েই ভারত এখন তালেবানের সঙ্গে কৌশলগত সম্পর্ক গড়ে তুলছে। কারণ পাকিস্তান অভিযোগ করছে, আফগানিস্তান তাদের শত্রুপক্ষ টিটিপিকে আশ্রয় দিচ্ছে। এই অবস্থায় ভারত চায় যেন তালেবান আবার সম্পূর্ণভাবে পাকিস্তানের নিয়ন্ত্রণে না যায়।

ভারতের সাবেক রাষ্ট্রদূত গৌতম মুখোপাধ্যায় বলেন, “এখনকার তালেবান অনেক বেশি বাস্তববাদী ও কূটনৈতিকভাবে দক্ষ। আর আফগান জনগণের মধ্যে ভারতের প্রতি ঐতিহাসিক বন্ধুত্বের মনোভাব রয়েছে।”

যদিও ভারত এখনো আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি, তবু এই সফরকে অনেকেই তালেবানের জন্য একটি “বড় কূটনৈতিক অর্জন” হিসেবে দেখছেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:০৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
১১ বার পড়া হয়েছে

পাকিস্তানের সুযোগ নিচ্ছে ভারত? তালেবানকে ঘিরে কূটনৈতিক পালাবদল

আপডেট সময় ০৮:০৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

প্রায় চার বছর পর আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির দিল্লি সফর নিয়ে দক্ষিণ এশিয়ার কূটনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এটি তালেবান সরকারের কোনো উচ্চপর্যায়ের কর্মকর্তার ভারতের প্রথম আনুষ্ঠানিক সফর, যা বিশ্লেষকদের মতে দুই দেশের সম্পর্কে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর ভারত কূটনৈতিক সম্পর্ক স্থগিত করে দূতাবাস বন্ধ করে দিয়েছিল। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার মুত্তাকিকে লাল গালিচায় স্বাগত জানিয়ে সেই সম্পর্ক পুনর্গঠনের পথে এগোচ্ছে। জাতিসংঘের নিষেধাজ্ঞা তালিকায় থাকা মুত্তাকি অস্থায়ী অনুমতিপত্র নিয়ে ভারতে এসে পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। পরবর্তী ঘোষণায় জয়শঙ্কর জানান, ভারত আবার কাবুলে দূতাবাস চালু করবে।

দুই দেশের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, উন্নয়ন, বাণিজ্য ও মানবিক সহায়তা বাড়াতে তারা ঘনিষ্ঠভাবে কাজ করবে। বর্তমানে ভারত-আফগান বাণিজ্যের পরিমাণ প্রায় ৯০০ মিলিয়ন ডলার, যা ভবিষ্যতে আরও বাড়তে পারে। তালেবান প্রতিনিধি দল ভারতীয় বিনিয়োগকারীদের আফগানিস্তানের খনি খাতে বিনিয়োগে আহ্বান জানিয়েছে।

মুত্তাকি সফরের সময় দারুল উলুম দেওবন্দ মাদ্রাসাও পরিদর্শন করেন এবং ভারত-আফগান শহরগুলোর মধ্যে সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা দেন।

বিশ্লেষকদের মতে, পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্কের অবনতির সুযোগ নিয়েই ভারত এখন তালেবানের সঙ্গে কৌশলগত সম্পর্ক গড়ে তুলছে। কারণ পাকিস্তান অভিযোগ করছে, আফগানিস্তান তাদের শত্রুপক্ষ টিটিপিকে আশ্রয় দিচ্ছে। এই অবস্থায় ভারত চায় যেন তালেবান আবার সম্পূর্ণভাবে পাকিস্তানের নিয়ন্ত্রণে না যায়।

ভারতের সাবেক রাষ্ট্রদূত গৌতম মুখোপাধ্যায় বলেন, “এখনকার তালেবান অনেক বেশি বাস্তববাদী ও কূটনৈতিকভাবে দক্ষ। আর আফগান জনগণের মধ্যে ভারতের প্রতি ঐতিহাসিক বন্ধুত্বের মনোভাব রয়েছে।”

যদিও ভারত এখনো আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি, তবু এই সফরকে অনেকেই তালেবানের জন্য একটি “বড় কূটনৈতিক অর্জন” হিসেবে দেখছেন।