ব্রেকিং নিউজ :
রেমিট্যান্সে ভর করেই চলেছে সরকার: ইউনূসের স্বীকারোক্তি
রোমে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, “রেমিট্যান্স না আসলে অন্তর্বর্তী সরকার টিকে থাকতে পারত না।”
তিনি জানান, সরকার দায়িত্ব নেওয়ার সময় সরকারি বেতন ও বৈদেশিক ঋণ পরিশোধের মতো অর্থও হাতে ছিল না। সেই সময় প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সই ছিল দেশের ভরসা।
এসময় তিনি ইতালিতে বাংলাদেশিদের বিশৃঙ্খল আচরণের সমালোচনা করে বলেন, “এই প্রবণতা বন্ধ করতে হবে।”
এছাড়া, তিনি রোমে জাতিসংঘের বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠকে রোহিঙ্গা ও খাদ্য নিরাপত্তা ইস্যুতে আলোচনা করেন।