ব্রেকিং নিউজ :
থাইল্যান্ডে মাদক পার্টিতে ধরা পড়ল চার ইসরাইলি সেনা
থাইল্যান্ডের কোহ ফাংগান দ্বীপে মাদক পার্টিতে অংশ নেওয়ার অভিযোগে চার ইসরাইলি নাগরিককে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। মঙ্গলবার ভোরে বান সি থানু এলাকার এক বিলাসবহুল ভিলায় শব্দদূষণের অভিযোগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, আটক চারজনের বয়স ২৬ থেকে ২৭ বছরের মধ্যে। তাদের কাছ থেকে অল্প পরিমাণ কোকেন ও এক্সটেসি উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, তারা ইসরাইলি সেনা এবং গাজা যুদ্ধ শেষে ছুটিতে এসে বন্ধুদের সঙ্গে উদ্যাপন করছিলেন।
হাসপাতালে নেওয়ার পর তাদের মূত্র পরীক্ষায় কোকেন ও মেথঅ্যামফেটামিনের উপস্থিতি পাওয়া যায়। পুলিশ জানায়, তারা মাদকটি কিনেছিলেন পার্টিতে উপস্থিত অন্য কয়েকজন ইসরাইলির কাছ থেকে, তবে তাদের পরিচয় অজানা।