ব্রেকিং নিউজ :
মাদাগাস্কারে সেনা দখল, দেশ ছাড়লেন প্রেসিডেন্ট
আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারে সেনাবাহিনী দেশের ক্ষমতা নিয়েছে। প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা দেশ ত্যাগ করার পর মঙ্গলবার সেনাবাহিনীর এলিট ইউনিট কাপসাট ক্ষমতা দখলের ঘোষণা দেয়।
গত কয়েক সপ্তাহ ধরে দুর্নীতি, বিদ্যুৎ সংকট ও পণ্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ চলছিল। পরে সেনারাও বিক্ষোভকারীদের পাশে দাঁড়ায়।
রবিবার জানা যায়, প্রেসিডেন্ট ফ্রান্সে পালিয়ে গেছেন এবং নিজের নিরাপত্তার কথা উল্লেখ করে তা নিশ্চিত করেন। সংসদ এরপর তাকে অভিশংসনের উদ্যোগ নেয়, যা শেষ পর্যন্ত সেনা হস্তক্ষেপে রূপ নেয়।
সেনাবাহিনী জানিয়েছে, তারা সাময়িকভাবে দেশ পরিচালনার জন্য একটি সামরিক কমিটি গঠন করবে এবং পরবর্তী সময়ে বেসামরিক সরকার গঠন করা হবে।