রাজস্থানে চলন্ত বাসে আগুন, প্রাণ হারালেন ২০ জন, দগ্ধ অন্তত ১৫
ভারতের রাজস্থানে ভয়াবহ বাস দুর্ঘটনায় কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন, যাঁরা মারাত্মক দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে রাজস্থানের একটি মহাসড়কে এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সময় অনুযায়ী, জয়সলমির থেকে যোধপুরগামী একটি যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন ধরে যায়।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, বাসটিতে মোট ৫৭ জন যাত্রী ছিলেন। চলন্ত অবস্থায় হঠাৎ পেছনের দিক থেকে ধোঁয়া উঠতে দেখেন চালক। সঙ্গে সঙ্গে তিনি বাসটি সড়কের পাশে থামান। কিন্তু ততক্ষণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো গাড়িতে।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং যাত্রীদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, বাসটিতে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি, নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।