ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দল প্রকাশ, জায়গা হয়নি শুভমান গিলের, ফিরেছেন ঈশান কিষাণ Logo শহীদ হাদির স্মরণে জার্সি উৎসর্গ করবে রাজশাহী Logo ত্রয়োদশ সংসদ নির্বাচন: আপিল সংক্রান্ত সময়সূচিতে পরিবর্তন আনল ইসি Logo দুর্নীতির দ্বিতীয় মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের সাজা Logo জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত Logo ময়মনসিংহে যুবক হত্যাকাণ্ড ও মরদেহে আগুন দেয়ার চেষ্টা: র‍্যাবের হাতে ৭ জন Logo শহিদ ওসমান হাদির জানাজায় মানুষের ঢল, মানিক মিয়া অ্যাভিনিউতে জনসমুদ্র Logo মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষের স্রোত, পূর্ণ জনসমাবেশ Logo মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পৌঁছেছে হাদির Logo ঢাকায় ১৫ দিনের সফর শেষে লন্ডনে ফিরলেন ডা. জুবাইদা রহমান

হানিয়া আমির এবার জাতিসংঘের নারী শুভেচ্ছাদূত

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির এখন জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন উইমেন পাকিস্তানের জাতীয় শুভেচ্ছাদূত হিসেবে দায়িত্ব পালন করবেন। অবহেলিত ও প্রান্তিক নারীদের অধিকার প্রতিষ্ঠায় তার এ যাত্রা শুরু হলো।

২০১৫ সালে মুনিবা মাজারি প্রথম পাকিস্তানি নারী হিসেবে এই সম্মান পান। এরপর হানিয়াই হলেন দ্বিতীয় ব্যক্তি, যিনি জাতিসংঘের এই মর্যাদাপূর্ণ ভূমিকায় আসীন হলেন।

শুভেচ্ছাদূত হিসেবে হানিয়া নারীর ক্ষমতায়ন, সমঅধিকারের প্রচার এবং লিঙ্গবৈষম্য রোধে সচেতনতা তৈরিতে কাজ করবেন। তিনি চান, নিজের জনপ্রিয়তাকে ব্যবহার করে নারীদের কণ্ঠস্বর আরও জোরালো করতে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে।

নতুন দায়িত্ব নিয়ে উচ্ছ্বসিত হানিয়া জানান, সমাজের জন্য ইতিবাচক পরিবর্তনে অংশ নেওয়া তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি চান, সহিংসতা ও বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়ে নারীদের পাশে থাকবেন সবসময়।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে হানিয়া বলেন, “জাতিসংঘের শুভেচ্ছাদূত হওয়া শুধু আমার জন্য সম্মানের বিষয় নয়, এটা এমন সব নারীর কণ্ঠস্বর হয়ে ওঠার সুযোগ, যারা অনেক সময় শোনা যায় না। আমি এই ভূমিকায় আসতে পেরে গর্বিত।”

ইউএন উইমেনের পাকিস্তান প্রতিনিধি জামশেদ এম. কাজি অভিনেত্রী হানিয়ার ওপর আস্থা রাখছেন। তিনি মনে করেন, হানিয়ার জনপ্রিয়তা, সাহসিকতা এবং মানুষের সঙ্গে সংযোগের ক্ষমতা নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে ইতিবাচক প্রভাব ফেলবে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের হিউস্টনে ‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড’ পাওয়ার পর, এই আন্তর্জাতিক দায়িত্ব হানিয়াকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:০২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
৭৪ বার পড়া হয়েছে

হানিয়া আমির এবার জাতিসংঘের নারী শুভেচ্ছাদূত

আপডেট সময় ১১:০২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির এখন জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন উইমেন পাকিস্তানের জাতীয় শুভেচ্ছাদূত হিসেবে দায়িত্ব পালন করবেন। অবহেলিত ও প্রান্তিক নারীদের অধিকার প্রতিষ্ঠায় তার এ যাত্রা শুরু হলো।

২০১৫ সালে মুনিবা মাজারি প্রথম পাকিস্তানি নারী হিসেবে এই সম্মান পান। এরপর হানিয়াই হলেন দ্বিতীয় ব্যক্তি, যিনি জাতিসংঘের এই মর্যাদাপূর্ণ ভূমিকায় আসীন হলেন।

শুভেচ্ছাদূত হিসেবে হানিয়া নারীর ক্ষমতায়ন, সমঅধিকারের প্রচার এবং লিঙ্গবৈষম্য রোধে সচেতনতা তৈরিতে কাজ করবেন। তিনি চান, নিজের জনপ্রিয়তাকে ব্যবহার করে নারীদের কণ্ঠস্বর আরও জোরালো করতে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে।

নতুন দায়িত্ব নিয়ে উচ্ছ্বসিত হানিয়া জানান, সমাজের জন্য ইতিবাচক পরিবর্তনে অংশ নেওয়া তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি চান, সহিংসতা ও বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়ে নারীদের পাশে থাকবেন সবসময়।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে হানিয়া বলেন, “জাতিসংঘের শুভেচ্ছাদূত হওয়া শুধু আমার জন্য সম্মানের বিষয় নয়, এটা এমন সব নারীর কণ্ঠস্বর হয়ে ওঠার সুযোগ, যারা অনেক সময় শোনা যায় না। আমি এই ভূমিকায় আসতে পেরে গর্বিত।”

ইউএন উইমেনের পাকিস্তান প্রতিনিধি জামশেদ এম. কাজি অভিনেত্রী হানিয়ার ওপর আস্থা রাখছেন। তিনি মনে করেন, হানিয়ার জনপ্রিয়তা, সাহসিকতা এবং মানুষের সঙ্গে সংযোগের ক্ষমতা নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে ইতিবাচক প্রভাব ফেলবে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের হিউস্টনে ‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড’ পাওয়ার পর, এই আন্তর্জাতিক দায়িত্ব হানিয়াকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।