ব্রেকিং নিউজ :
পাকিস্তানের প্রথম হাইপারস্পেকট্রাল স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ
পাকিস্তান মহাকাশ প্রযুক্তিতে নতুন সাফল্য অর্জন করেছে। দেশটি প্রথমবারের মতো নিজস্বভাবে তৈরি ‘হাইপারস্পেকট্রাল স্যাটেলাইট’ মহাকাশে পাঠিয়েছে। রবিবার (১৯ অক্টোবর) চীনের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় ‘এইচ–১’ নামের স্যাটেলাইটটি।
পাকিস্তানি মহাকাশ সংস্থা সুপারকো জানিয়েছে, এই স্যাটেলাইট কৃষি, পরিবেশ পর্যবেক্ষণ, নগর পরিকল্পনা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় বিপ্লব ঘটাবে। উন্নত প্রযুক্তির কারণে এটি ভূমির সূক্ষ্ম রাসায়নিক পরিবর্তনও শনাক্ত করতে পারবে।
সুপারকোর চেয়ারম্যান মুহাম্মদ ইউসুফ খান বলেন, “এই স্যাটেলাইট আমাদের প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় নির্ভুলতা বাড়াবে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহায়ক হবে।”
চীনের সহযোগিতায় পরিচালিত এই প্রকল্পকে পাকিস্তান ‘মহাকাশ কর্মসূচির মাইলফলক’ হিসেবে বর্ণনা করেছে।