ব্রেকিং নিউজ :
ইসরাইলের নির্বাচনে আবারও লড়বেন নেতানিয়াহু
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, তিনি আসন্ন পার্লামেন্ট নির্বাচনে আবারও প্রার্থী হবেন। শনিবার (১৮ অক্টোবর) ইসরাইলি টেলিভিশন চ্যানেল ১৪-এ দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “হ্যাঁ, আমি আবার লড়ব।”
নেতানিয়াহু ইতিমধ্যেই ইসরাইলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা নেতা। ১৯৯৬ থেকে ২০২5 পর্যন্ত মোট প্রায় ১৮ বছর তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তবে বর্তমান সরকারে তার নেতৃত্ব ব্যাপক সমালোচিত। বিচার বিভাগীয় সংস্কার, গাজা যুদ্ধ এবং জিম্মি সংকট নিয়ে দেশজুড়ে প্রতিবাদ অব্যাহত রয়েছে।
৭ অক্টোবর ২০২৩ সালের হামাস হামলার পর শুরু হওয়া যুদ্ধে হাজারো ফিলিস্তিনি নিহত হন, যা নেতানিয়াহুর প্রতি জনগণের ক্ষোভ আরও বাড়িয়েছে।