ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo শিক্ষার্থীদের কাছে ধারালো বস্তু ছিল, আহত হয়েছে পুলিশ: রমনা ডিসি Logo ইসির ঘোষণায় প্রস্তুতি শেষ: আগামীকাল জাতীয় নির্বাচনের রোডম্যাপ প্রকাশ Logo যমুনা অভিমুখে বিক্ষোভে প্রকৌশল শিক্ষার্থীরা, পুলিশের টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ Logo তত্ত্বাবধায়ক সরকার বাতিল রায়ের বিরুদ্ধে আপিল গ্রহণযোগ্য, শুনানি ২১ অক্টোবর Logo নির্বাচন বাধাগ্রস্তে দিল্লিতে শেখ হাসিনাকে ২৫০০ কোটি টাকা দিয়েছেন এস আলম— ফখরুলের অভিযোগ Logo মার্কিন চাপের জবাবে উপকূলে নৌবহর মোতায়েন করলো ভেনেজুয়েলা Logo জুলাই গণঅভ্যুত্থান: শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আজ নবম দিনের সাক্ষ্যগ্রহণ Logo মুন্সীগঞ্জে নৌ-পুলিশ ক্যাম্পে ডাকাত দলের হামলা, তীব্র গোলাগুলি ও ককটেল বিস্ফোরণ Logo ট্রাম্পের দাবি: আগামী ৩ সপ্তাহের মধ্যেই গাজা যুদ্ধে ইতি টানবে Logo বিমান টিকিট জটিলতা নিরসনে জোর পদক্ষেপ চলছে: বিমান ও পর্যটন উপদেষ্টা

রাজধানীতে ২৪ ঘণ্টায় ১৮৬ জন গ্রেফতার, দায়ের ৩৩টি মামলা

নিজস্ব সংবাদ :

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রাজধানীর নিরাপত্তা জোরদারে ২৪ ঘণ্টার টানা অভিযানে ১৮৬ জনকে গ্রেফতার করেছে এবং ৩৩টি মামলা রুজু করেছে। বুধবার (৩০ জুলাই) মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, ঢাকার ৫০টি থানা এলাকায় জননিরাপত্তা নিশ্চিতে ৪৭১টি টহল টিম মোতায়েন করা হয়। এর মধ্যে রাতে কাজ করেছে ২৫৯টি দল, দিনে ২১২টি। মোতায়েনকৃত ইউনিটের মধ্যে ছিল ২১২টি মোবাইল পেট্রোল টিম, ২০টি পায়ে হেঁটে চলা টহল দল এবং ২৭টি মোটরসাইকেল পেট্রোল ইউনিট। এছাড়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ৬৬টি চেকপোস্ট বসানো হয়।

গ্রেফতারদের মধ্যে রয়েছে একজন ডাকাত, পাঁচজন চোর, ১৩ জন মাদক কারবারি, দুইজন প্রতারক এবং ১২ জন পরোয়ানাভুক্ত আসামি। অভিযান চলাকালে ১১টি চোরাই মোবাইল, একটি বাস ও ১৩,১৮০ টাকা নগদ উদ্ধার করা হয়। মাদকদ্রব্যের মধ্যে পাওয়া গেছে ১০,০৬৫ পিস ইয়াবা, ১ কেজি ৪০ গ্রাম গাঁজা, ৭৪ বোতল ফেনসিডিল ও এক গ্রাম হেরোইন।

ডিএমপির ডিবি ওয়ারী বিভাগ ১২৩টি চোরাই মোবাইল উদ্ধার করে পাঁচজনকে আটক করেছে। একইসঙ্গে, ডিবি তেজগাঁও বিভাগের হাতে কব্জি কাটা ‘আনোয়ার গ্রুপের’ সদস্য নিশাত (২২) ও রাসেল (২৩) গ্রেফতার হয়েছে।

এছাড়া গুলশানের এক সাবেক সংসদ সদস্যের বাসা থেকে চাঁদা দাবির ঘটনায় জিজ্ঞাসাবাদের পর ২ কোটি ২৫ লাখ টাকার চারটি চেক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কলাবাগান থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

২০২৪ সালের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডিএমপির ৫০ থানায় ৩৩টি ডাকাতি, ২৪৮টি ছিনতাই, ১৫৪টি খুন ও ১,০৬৮টি চুরির মামলা হয়েছে। বর্তমানে মোট ৭,৮১২টি মামলা তদন্তাধীন। ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে ২,৮৪৫টি মামলা করা হয়েছে, যার মধ্যে ২৮২টি গাড়ি ডাম্পিং এবং ৯২টি রেকার করা হয়েছে। ডিএমপি জানিয়েছে, আইনশৃঙ্খলা ও ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:২৮:৫১ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
৩৯ বার পড়া হয়েছে

রাজধানীতে ২৪ ঘণ্টায় ১৮৬ জন গ্রেফতার, দায়ের ৩৩টি মামলা

আপডেট সময় ০৫:২৮:৫১ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রাজধানীর নিরাপত্তা জোরদারে ২৪ ঘণ্টার টানা অভিযানে ১৮৬ জনকে গ্রেফতার করেছে এবং ৩৩টি মামলা রুজু করেছে। বুধবার (৩০ জুলাই) মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, ঢাকার ৫০টি থানা এলাকায় জননিরাপত্তা নিশ্চিতে ৪৭১টি টহল টিম মোতায়েন করা হয়। এর মধ্যে রাতে কাজ করেছে ২৫৯টি দল, দিনে ২১২টি। মোতায়েনকৃত ইউনিটের মধ্যে ছিল ২১২টি মোবাইল পেট্রোল টিম, ২০টি পায়ে হেঁটে চলা টহল দল এবং ২৭টি মোটরসাইকেল পেট্রোল ইউনিট। এছাড়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ৬৬টি চেকপোস্ট বসানো হয়।

গ্রেফতারদের মধ্যে রয়েছে একজন ডাকাত, পাঁচজন চোর, ১৩ জন মাদক কারবারি, দুইজন প্রতারক এবং ১২ জন পরোয়ানাভুক্ত আসামি। অভিযান চলাকালে ১১টি চোরাই মোবাইল, একটি বাস ও ১৩,১৮০ টাকা নগদ উদ্ধার করা হয়। মাদকদ্রব্যের মধ্যে পাওয়া গেছে ১০,০৬৫ পিস ইয়াবা, ১ কেজি ৪০ গ্রাম গাঁজা, ৭৪ বোতল ফেনসিডিল ও এক গ্রাম হেরোইন।

ডিএমপির ডিবি ওয়ারী বিভাগ ১২৩টি চোরাই মোবাইল উদ্ধার করে পাঁচজনকে আটক করেছে। একইসঙ্গে, ডিবি তেজগাঁও বিভাগের হাতে কব্জি কাটা ‘আনোয়ার গ্রুপের’ সদস্য নিশাত (২২) ও রাসেল (২৩) গ্রেফতার হয়েছে।

এছাড়া গুলশানের এক সাবেক সংসদ সদস্যের বাসা থেকে চাঁদা দাবির ঘটনায় জিজ্ঞাসাবাদের পর ২ কোটি ২৫ লাখ টাকার চারটি চেক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কলাবাগান থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

২০২৪ সালের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডিএমপির ৫০ থানায় ৩৩টি ডাকাতি, ২৪৮টি ছিনতাই, ১৫৪টি খুন ও ১,০৬৮টি চুরির মামলা হয়েছে। বর্তমানে মোট ৭,৮১২টি মামলা তদন্তাধীন। ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে ২,৮৪৫টি মামলা করা হয়েছে, যার মধ্যে ২৮২টি গাড়ি ডাম্পিং এবং ৯২টি রেকার করা হয়েছে। ডিএমপি জানিয়েছে, আইনশৃঙ্খলা ও ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে তাদের অভিযান অব্যাহত থাকবে।