ব্রেকিং নিউজ :
“অদৃশ্য শক্তির সঙ্গে যুদ্ধ চলছে”—আশরাফ উদ্দিন নিজান
বিএনপির সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেছেন, “আমাদের শত্রু দৃশ্যমান নয়—এটি দেশি ও বিদেশি অদৃশ্য শক্তির বিরুদ্ধে এক লড়াই।”
সোমবার (২৭ অক্টোবর) লক্ষ্মীপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালি শেষে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, তারেক রহমানের আহ্বানে তরুণ প্রজন্মকে আবারও ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদী রাজনীতির বিরুদ্ধে লড়াই করতে হবে।
তিনি বলেন, “যুব সমাজই ভবিষ্যতের পরিবর্তনের চাবিকাঠি। সৎ, দুর্নীতিমুক্ত ও জিয়াউর রহমানের আদর্শভিত্তিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
















