ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo রাঙ্গামাটির ক্রীড়া অবকাঠামো নিয়ে হতাশ বিসিবি পরিচালক আসিফ আকবর Logo সোজা আঙুলে না উঠলে বাঁকা করব, ঘি আমাদের লাগবেই: জামায়াত নেতা তাহের Logo তিন বছরে রাহা: ভাইয়ের মেয়েকে জন্মদিনে আবেগঘন বার্তা রণবীরের বোনের Logo ট্রাম্পের দাবি: ভারত-পাকিস্তান সংঘাতে ৮ যুদ্ধবিমান ধ্বংস, তার মধ্যস্থাতেই শান্তি স্থাপন Logo প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার কাঠামোতে বড় পরিবর্তন Logo জামায়াত নিষিদ্ধের দাবি তুললেন বিএনপি নেতা আলাল Logo ইমরান হাশমির কারণে স্কুলে যেতে লজ্জা পাচ্ছেন তার ছেলে আয়ান! Logo স্বর্ণপ্রেমীদের জন্য সুখবর! কমেছে ভরিপ্রতি দাম Logo প্রেম, পরকীয়া আর বিতর্কে টালমাটাল ব্রিটিশ রাজপরিবার Logo সুদানে আরএসএফ বাহিনীর তাণ্ডব, মানবিক বিপর্যয় তীব্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ : ভারতকে নাস্তানাবুদ করে পাকিস্তানের শুভ সূচনা

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ : ভারতকে নাস্তানাবুদ করে পাকিস্তানের শুভ সূচনা।

বোলিংয়ের পর ব্যাটিংয়েও পর্যুদস্ত। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে পাত্তাই পায়নি ভারত। আসর শুরুর ম্যাচে তারা হেরেছে ৪৪ রানের ব্যবধানে।

দুবাইতে শনিবার (৩০ নভেম্বর) ‘এ’ গ্রুপের ম্যাচে ২৮২ রান তাড়া করতে নেমে ৪৭ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৩৭ রানে থেমেছে ভারত। পাকিস্তানের পক্ষে একাই ১৫৯ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন শাহজাইব খান।

 

এদিন রান তাড়ায় নেমে দলকে ভালো শুরুর বার্তা দিয়েছিলেন আয়ুশ এমহার্তে। কিন্তু মারকুটে এ ব্যাটার বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। দলীয় ২৮ আর ব্যক্তিগত ২০ রানের ইনিংসে আউট হন তিনি। তিন বলের ব্যবধানে সাজঘরে ফেরেন তার ওপেনিং পার্টনার বৈভব সূর্যবংশীও। কিছুদিন আগে আইপিএলের নিলামে কোটি রুপি দাম পেয়ে হৈচৈ ফেলে দেয়া ১৩ বছরের এ ব্যাটার ৯ বলে মাত্র ১ রান করেন।
 
এরপর আন্দ্রে সিদ্ধার্থ (১৫) ও মোহাম্মদ আমানকেও (১৬) দ্রুত সাজঘরের পথে ফেরান ফাহাম উল হক ও উসমান খান। মিডল অর্ডারে দলের কিছুটা হাল ধরার চেষ্টা করেন নিখিল কুমার। তবে তাকে সঙ্গ দিতে পারেননি কিরন কোরম্যাল (২০)। ৭৭ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৬৭ রান করে নিখিলও আউট হলে ম্যাচ থেকে ছিটকে যায় ভারত।
 
শেষ উইকেটে অবশ্য মোহাম্মদ ইনান ও যুধজিত গুহার ৪৭ রানের জুটি কিছুটা ভড়কে দিয়েছিল পাকিস্তানকে। শেষ পর্যন্ত ইনান রান আউটের শিকার হলে জয়ের আনন্দে ভাসে পাকিস্তান। ইনান ২২ বলে ৩০ রান করে আউট হন। ২২ বলে ১৩ রানে অপরাজিত ছিলেন গুহা।
  
পাকিস্তানের পক্ষে ৩৬ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন আলী রাজা। এছাড়া ২টি করে উইকেট নিয়েছেন আব্দুল সুবহান ও ফাহাম উল হক।
 
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ভারতের বোলারদের একাই নাস্তানাবুদ করেন শাহজাইব খান। শুরুতে অবশ্য কম ভোগাননি উসমান খানও। ৯৪ বলে ৬ চারের মারে এ ওপেনার ৬০ রান করে আউট হলেও ইনিংসের শেষ ওভার পর্যন্ত ক্রিজে ছিলেন শাহজাইব। ১৪৭ বলে ১০ ছক্কা ও ৫ চারের মারে ১৫৯ রান করে ৫০তম ওভারের প্রথম বলে আউট হন তিনি। তাতে ৭ উইকেটের বিনিময়ে ২৮১ রানের দারুণ সংগ্রহ পায় পাকিস্তান। ভারতের পক্ষে ৪৫ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নেন সামার্থ নাগারাজ।
 
অবশ্য প্রথম হারলেও খুব একটা সমস্যা হবে না ভারতের। গ্রুপপর্বের বাকি দুই ম্যাচে সহজ প্রতিপক্ষই পাচ্ছে তারা। জাপান ও সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে তাই সেমিফাইনাল খেলা তাদের জন্য খুব একটা কঠিন হওয়ার কথা নয়। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:০২:২৮ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
১০৪ বার পড়া হয়েছে

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ : ভারতকে নাস্তানাবুদ করে পাকিস্তানের শুভ সূচনা

আপডেট সময় ০৯:০২:২৮ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ : ভারতকে নাস্তানাবুদ করে পাকিস্তানের শুভ সূচনা।

বোলিংয়ের পর ব্যাটিংয়েও পর্যুদস্ত। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে পাত্তাই পায়নি ভারত। আসর শুরুর ম্যাচে তারা হেরেছে ৪৪ রানের ব্যবধানে।

দুবাইতে শনিবার (৩০ নভেম্বর) ‘এ’ গ্রুপের ম্যাচে ২৮২ রান তাড়া করতে নেমে ৪৭ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৩৭ রানে থেমেছে ভারত। পাকিস্তানের পক্ষে একাই ১৫৯ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন শাহজাইব খান।

 

এদিন রান তাড়ায় নেমে দলকে ভালো শুরুর বার্তা দিয়েছিলেন আয়ুশ এমহার্তে। কিন্তু মারকুটে এ ব্যাটার বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। দলীয় ২৮ আর ব্যক্তিগত ২০ রানের ইনিংসে আউট হন তিনি। তিন বলের ব্যবধানে সাজঘরে ফেরেন তার ওপেনিং পার্টনার বৈভব সূর্যবংশীও। কিছুদিন আগে আইপিএলের নিলামে কোটি রুপি দাম পেয়ে হৈচৈ ফেলে দেয়া ১৩ বছরের এ ব্যাটার ৯ বলে মাত্র ১ রান করেন।
 
এরপর আন্দ্রে সিদ্ধার্থ (১৫) ও মোহাম্মদ আমানকেও (১৬) দ্রুত সাজঘরের পথে ফেরান ফাহাম উল হক ও উসমান খান। মিডল অর্ডারে দলের কিছুটা হাল ধরার চেষ্টা করেন নিখিল কুমার। তবে তাকে সঙ্গ দিতে পারেননি কিরন কোরম্যাল (২০)। ৭৭ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৬৭ রান করে নিখিলও আউট হলে ম্যাচ থেকে ছিটকে যায় ভারত।
 
শেষ উইকেটে অবশ্য মোহাম্মদ ইনান ও যুধজিত গুহার ৪৭ রানের জুটি কিছুটা ভড়কে দিয়েছিল পাকিস্তানকে। শেষ পর্যন্ত ইনান রান আউটের শিকার হলে জয়ের আনন্দে ভাসে পাকিস্তান। ইনান ২২ বলে ৩০ রান করে আউট হন। ২২ বলে ১৩ রানে অপরাজিত ছিলেন গুহা।
  
পাকিস্তানের পক্ষে ৩৬ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন আলী রাজা। এছাড়া ২টি করে উইকেট নিয়েছেন আব্দুল সুবহান ও ফাহাম উল হক।
 
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ভারতের বোলারদের একাই নাস্তানাবুদ করেন শাহজাইব খান। শুরুতে অবশ্য কম ভোগাননি উসমান খানও। ৯৪ বলে ৬ চারের মারে এ ওপেনার ৬০ রান করে আউট হলেও ইনিংসের শেষ ওভার পর্যন্ত ক্রিজে ছিলেন শাহজাইব। ১৪৭ বলে ১০ ছক্কা ও ৫ চারের মারে ১৫৯ রান করে ৫০তম ওভারের প্রথম বলে আউট হন তিনি। তাতে ৭ উইকেটের বিনিময়ে ২৮১ রানের দারুণ সংগ্রহ পায় পাকিস্তান। ভারতের পক্ষে ৪৫ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নেন সামার্থ নাগারাজ।
 
অবশ্য প্রথম হারলেও খুব একটা সমস্যা হবে না ভারতের। গ্রুপপর্বের বাকি দুই ম্যাচে সহজ প্রতিপক্ষই পাচ্ছে তারা। জাপান ও সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে তাই সেমিফাইনাল খেলা তাদের জন্য খুব একটা কঠিন হওয়ার কথা নয়।