ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

অবসরে ইমাদ ওয়াসিম

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

অবসরে ইমাদ ওয়াসিম।

ভারত বিশ্বকাপের পর ক্ষোভ থেকে জাতীয় দলকে বিদায় বলেছিলেন পাকিস্তানের তারকা ক্রিকেটার ইমাদ ওয়াসিম। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার আশায় এ বছরের মার্চে পিএসএল জিতে অবসর ভাঙেন তিনি। বিশ্বকাপে খেলেছিলেনও। যদিও প্রত্যাশিত পারফর্ম করতে পারেননি।

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত বিশ্বকাপটা পাকিস্তানের জন্য খুবই বাজে কাটে। ওই আসরে গ্রুপপর্ব থেকেই বিদায় নেয় তারা, হেরে যায় যুক্তরাষ্ট্রের মতো আনকোড়া দলের সঙ্গেও। ওই আসরে ২ ম্যাচ খেলে ১৯ রান করেন ইমাদ, নেন ৩ উইকেট। বিশ্বকাপে তিনি শেষ ম্যাচটি খেলেছিলেন আয়ারল্যান্ডের বিপক্ষে, সেটাই হয়ে থাকল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। শুক্রবার (১৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।


৯ বছর ধরে পাকিস্তানের জার্সি গায়ে চাপানোকে মর্যাদা হিসেবে দেখছেন ওয়াসিম। এক্সে তিনি লেখেন, ‘সকল সমর্থকদের প্রতি, অনেক ভাবনা চিন্তার পর আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বিশ্বমঞ্চে পাকিস্তানের প্রতিনিধিত্ব করা আমার জীবনের অন্যতম সেরা গৌরব। এই জার্সি গায়ে প্রতিটা মুহূর্ত অবিস্মরণীয়।’


ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে যাবেন ওয়াসিম। সমর্থকদের ধন্যবাদ জানিয়ে ৩৫ বছর বয়সি তারকা লেখেন, ‘আপনাদের অনিঃশেষ সমর্থন, ভালোবাসা ও প্যাশন আমার জন্য সবচেয়ে বড় শক্তি। উত্থান-পতনে আপনাদের প্রেরণা আমাকে সর্বোচ্চটা দিতে বাধ্য করেছে। এই অধ্যায় শেষ হয়েছে। তবে আমি ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যেতে চাই। আশা করি বিনোদিত করতে পারব। সবকিছুর জন্য ধন্যবাদ, পাকিস্তান।’

২০১৫ সালে জাতীয় দলে অভিষেকের পর ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ১৩০টি (ওয়ানডে ৫৫, টি-২০ ৭৫) ম্যাচ খেলেছেন ইমাদ ওয়াসিম। এক হাজার ৫৪০ রান করার পাশাপাশি বল হাতে ১১৭টি উইকেট নিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৫৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
২ বার পড়া হয়েছে

অবসরে ইমাদ ওয়াসিম

আপডেট সময় ০৫:৫৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

অবসরে ইমাদ ওয়াসিম।

ভারত বিশ্বকাপের পর ক্ষোভ থেকে জাতীয় দলকে বিদায় বলেছিলেন পাকিস্তানের তারকা ক্রিকেটার ইমাদ ওয়াসিম। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার আশায় এ বছরের মার্চে পিএসএল জিতে অবসর ভাঙেন তিনি। বিশ্বকাপে খেলেছিলেনও। যদিও প্রত্যাশিত পারফর্ম করতে পারেননি।

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত বিশ্বকাপটা পাকিস্তানের জন্য খুবই বাজে কাটে। ওই আসরে গ্রুপপর্ব থেকেই বিদায় নেয় তারা, হেরে যায় যুক্তরাষ্ট্রের মতো আনকোড়া দলের সঙ্গেও। ওই আসরে ২ ম্যাচ খেলে ১৯ রান করেন ইমাদ, নেন ৩ উইকেট। বিশ্বকাপে তিনি শেষ ম্যাচটি খেলেছিলেন আয়ারল্যান্ডের বিপক্ষে, সেটাই হয়ে থাকল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। শুক্রবার (১৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।


৯ বছর ধরে পাকিস্তানের জার্সি গায়ে চাপানোকে মর্যাদা হিসেবে দেখছেন ওয়াসিম। এক্সে তিনি লেখেন, ‘সকল সমর্থকদের প্রতি, অনেক ভাবনা চিন্তার পর আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বিশ্বমঞ্চে পাকিস্তানের প্রতিনিধিত্ব করা আমার জীবনের অন্যতম সেরা গৌরব। এই জার্সি গায়ে প্রতিটা মুহূর্ত অবিস্মরণীয়।’


ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে যাবেন ওয়াসিম। সমর্থকদের ধন্যবাদ জানিয়ে ৩৫ বছর বয়সি তারকা লেখেন, ‘আপনাদের অনিঃশেষ সমর্থন, ভালোবাসা ও প্যাশন আমার জন্য সবচেয়ে বড় শক্তি। উত্থান-পতনে আপনাদের প্রেরণা আমাকে সর্বোচ্চটা দিতে বাধ্য করেছে। এই অধ্যায় শেষ হয়েছে। তবে আমি ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যেতে চাই। আশা করি বিনোদিত করতে পারব। সবকিছুর জন্য ধন্যবাদ, পাকিস্তান।’

২০১৫ সালে জাতীয় দলে অভিষেকের পর ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ১৩০টি (ওয়ানডে ৫৫, টি-২০ ৭৫) ম্যাচ খেলেছেন ইমাদ ওয়াসিম। এক হাজার ৫৪০ রান করার পাশাপাশি বল হাতে ১১৭টি উইকেট নিয়েছেন তিনি।