ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo হাত-পা অতিরিক্ত ঘামে? জেনে নিন এর কারণ ও প্রতিকার Logo পূর্ব কঙ্গোর গির্জায় ভয়াবহ হামলা, নিহত অন্তত ২১ জন Logo চিত্রনায়ক জসীমের ছেলে ও ব্যান্ড ‘ওন্ড’-এর ভোকাল রাতুল আর নেই Logo গ্রিসে ইসরায়েলি পর্যটকের কানে হামলা, অভিযুক্ত সিরীয় নাগরিক Logo ‘জুলাই বিপ্লব শুধু অতীত নয়, এটি চলমান সংগ্রাম’ Logo দ্বিতীয় পদ্মা সেতু এখন সময়ের দাবি: ফখরুল Logo গাজার কিছু অঞ্চলে ১০ ঘণ্টার জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেছে ইসরায়েল Logo নাহিদ ইসলামের দাবি: স্বাধীনতার পর দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থান Logo দুই দিন বন্ধ থাকবে মাইলস্টোন স্কুল, মানসিকভাবে বিপর্যস্ত শিক্ষার্থীরা Logo জারিফের শেষযাত্রা: মাইলস্টোনে গিয়েছিল স্বপ্ন নিয়ে, ফিরল না আর

অবসরে ইমাদ ওয়াসিম

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

অবসরে ইমাদ ওয়াসিম।

ভারত বিশ্বকাপের পর ক্ষোভ থেকে জাতীয় দলকে বিদায় বলেছিলেন পাকিস্তানের তারকা ক্রিকেটার ইমাদ ওয়াসিম। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার আশায় এ বছরের মার্চে পিএসএল জিতে অবসর ভাঙেন তিনি। বিশ্বকাপে খেলেছিলেনও। যদিও প্রত্যাশিত পারফর্ম করতে পারেননি।

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত বিশ্বকাপটা পাকিস্তানের জন্য খুবই বাজে কাটে। ওই আসরে গ্রুপপর্ব থেকেই বিদায় নেয় তারা, হেরে যায় যুক্তরাষ্ট্রের মতো আনকোড়া দলের সঙ্গেও। ওই আসরে ২ ম্যাচ খেলে ১৯ রান করেন ইমাদ, নেন ৩ উইকেট। বিশ্বকাপে তিনি শেষ ম্যাচটি খেলেছিলেন আয়ারল্যান্ডের বিপক্ষে, সেটাই হয়ে থাকল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। শুক্রবার (১৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।


৯ বছর ধরে পাকিস্তানের জার্সি গায়ে চাপানোকে মর্যাদা হিসেবে দেখছেন ওয়াসিম। এক্সে তিনি লেখেন, ‘সকল সমর্থকদের প্রতি, অনেক ভাবনা চিন্তার পর আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বিশ্বমঞ্চে পাকিস্তানের প্রতিনিধিত্ব করা আমার জীবনের অন্যতম সেরা গৌরব। এই জার্সি গায়ে প্রতিটা মুহূর্ত অবিস্মরণীয়।’


ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে যাবেন ওয়াসিম। সমর্থকদের ধন্যবাদ জানিয়ে ৩৫ বছর বয়সি তারকা লেখেন, ‘আপনাদের অনিঃশেষ সমর্থন, ভালোবাসা ও প্যাশন আমার জন্য সবচেয়ে বড় শক্তি। উত্থান-পতনে আপনাদের প্রেরণা আমাকে সর্বোচ্চটা দিতে বাধ্য করেছে। এই অধ্যায় শেষ হয়েছে। তবে আমি ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যেতে চাই। আশা করি বিনোদিত করতে পারব। সবকিছুর জন্য ধন্যবাদ, পাকিস্তান।’

২০১৫ সালে জাতীয় দলে অভিষেকের পর ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ১৩০টি (ওয়ানডে ৫৫, টি-২০ ৭৫) ম্যাচ খেলেছেন ইমাদ ওয়াসিম। এক হাজার ৫৪০ রান করার পাশাপাশি বল হাতে ১১৭টি উইকেট নিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৫৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
৬৬ বার পড়া হয়েছে

অবসরে ইমাদ ওয়াসিম

আপডেট সময় ০৫:৫৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

অবসরে ইমাদ ওয়াসিম।

ভারত বিশ্বকাপের পর ক্ষোভ থেকে জাতীয় দলকে বিদায় বলেছিলেন পাকিস্তানের তারকা ক্রিকেটার ইমাদ ওয়াসিম। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার আশায় এ বছরের মার্চে পিএসএল জিতে অবসর ভাঙেন তিনি। বিশ্বকাপে খেলেছিলেনও। যদিও প্রত্যাশিত পারফর্ম করতে পারেননি।

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত বিশ্বকাপটা পাকিস্তানের জন্য খুবই বাজে কাটে। ওই আসরে গ্রুপপর্ব থেকেই বিদায় নেয় তারা, হেরে যায় যুক্তরাষ্ট্রের মতো আনকোড়া দলের সঙ্গেও। ওই আসরে ২ ম্যাচ খেলে ১৯ রান করেন ইমাদ, নেন ৩ উইকেট। বিশ্বকাপে তিনি শেষ ম্যাচটি খেলেছিলেন আয়ারল্যান্ডের বিপক্ষে, সেটাই হয়ে থাকল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। শুক্রবার (১৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।


৯ বছর ধরে পাকিস্তানের জার্সি গায়ে চাপানোকে মর্যাদা হিসেবে দেখছেন ওয়াসিম। এক্সে তিনি লেখেন, ‘সকল সমর্থকদের প্রতি, অনেক ভাবনা চিন্তার পর আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বিশ্বমঞ্চে পাকিস্তানের প্রতিনিধিত্ব করা আমার জীবনের অন্যতম সেরা গৌরব। এই জার্সি গায়ে প্রতিটা মুহূর্ত অবিস্মরণীয়।’


ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে যাবেন ওয়াসিম। সমর্থকদের ধন্যবাদ জানিয়ে ৩৫ বছর বয়সি তারকা লেখেন, ‘আপনাদের অনিঃশেষ সমর্থন, ভালোবাসা ও প্যাশন আমার জন্য সবচেয়ে বড় শক্তি। উত্থান-পতনে আপনাদের প্রেরণা আমাকে সর্বোচ্চটা দিতে বাধ্য করেছে। এই অধ্যায় শেষ হয়েছে। তবে আমি ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যেতে চাই। আশা করি বিনোদিত করতে পারব। সবকিছুর জন্য ধন্যবাদ, পাকিস্তান।’

২০১৫ সালে জাতীয় দলে অভিষেকের পর ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ১৩০টি (ওয়ানডে ৫৫, টি-২০ ৭৫) ম্যাচ খেলেছেন ইমাদ ওয়াসিম। এক হাজার ৫৪০ রান করার পাশাপাশি বল হাতে ১১৭টি উইকেট নিয়েছেন তিনি।