ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দল প্রকাশ, জায়গা হয়নি শুভমান গিলের, ফিরেছেন ঈশান কিষাণ Logo শহীদ হাদির স্মরণে জার্সি উৎসর্গ করবে রাজশাহী Logo ত্রয়োদশ সংসদ নির্বাচন: আপিল সংক্রান্ত সময়সূচিতে পরিবর্তন আনল ইসি Logo দুর্নীতির দ্বিতীয় মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের সাজা Logo জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত Logo ময়মনসিংহে যুবক হত্যাকাণ্ড ও মরদেহে আগুন দেয়ার চেষ্টা: র‍্যাবের হাতে ৭ জন Logo শহিদ ওসমান হাদির জানাজায় মানুষের ঢল, মানিক মিয়া অ্যাভিনিউতে জনসমুদ্র Logo মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষের স্রোত, পূর্ণ জনসমাবেশ Logo মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পৌঁছেছে হাদির Logo ঢাকায় ১৫ দিনের সফর শেষে লন্ডনে ফিরলেন ডা. জুবাইদা রহমান

অবৈধভাবে সম্পদ অর্জন: সাবেক ২ প্রতিমন্ত্রী-এমপির বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

অবৈধভাবে সম্পদ অর্জন: সাবেক ২ প্রতিমন্ত্রী-এমপির বিরুদ্ধে দুদকের মামলা।

অবৈধভাবে সম্পদ অর্জন করার অভিযোগে আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকজন সাবেক প্রতিমন্ত্রী ও এমপির বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুটি দায়ের করা হয়েছে বলে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন জানিয়েছেন।

 

১২ কোটি টাকার বেশি অবৈধভাবে সম্পদ অর্জন ও ৩০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের বিরুদ্ধেও মামলা করা হয়েছে। দুদক এ মামলা করেছে।
 
প্রথম মামলায় আসামি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও কুড়িগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. জাকির হোসেনের বিরুদ্ধে, আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য সরকারের দায়িত্বশীল পদে থেকে অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১২ কোটি ৮১ লাখ ১৪ হাজার ৩৮৯ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া তার নিজ নামের ৯টি ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে ১৭ কোটি ৫৬ লাখ ১৯ হাজার ২৭৭ টাকা জমা হওয়ার তথ্য পাওয়া গেছে। সম্পদের অবৈধ উৎস গোপন বা আড়াল করাসহ তা হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করার অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
 
অবৈধভাবে সম্পদ অর্জন করার অভিযোগে আওয়ামী লীগ সরকারের সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির বিরুদ্ধে মামলা করেছে দুদক। তার বিরুদ্ধে ৫ কোটি টাকার অবৈধভাবে সম্পদ অর্জন করার অভিযোগ আনা হয়েছে।
 
দ্বিতীয় মামলায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজের বিরুদ্ধে সরকারের দায়িত্বশীল পদে থেকে অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৫ কোটি ২৭ লাখ ৩১ হাজার ৩৫৬ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া নিজ নামে ৯টি ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে ১২ কোটি ৩২ লাখ ১৯ হাজার ১১৭ টাকা জমা হওয়ার তথ্য মিলেছে। সম্পদের অবৈধ উৎস গোপন বা আড়াল করাসহ তা হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করার অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
 
 
এছাড়াও ৫ কোটি টাকার অবৈধভাবে সম্পদ অর্জন ও ১১ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ কুষ্টিয়া-১ আসনের সাবেক এমপি আ ক ম সারোয়ার জাহান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা।
 
গতবছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও এমপিসহ নেতাকর্মীদের নামে বিভিন্ন মামলা দেয়া হচ্ছে। এছাড়াও অবৈধভাবে সম্পদ অর্জন করায় তাদের বিরুদ্ধে দুদকের অভিযান চলছে ও মামলা দায়ের করা হচ্ছে।  
 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৩১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
১৬৯ বার পড়া হয়েছে

অবৈধভাবে সম্পদ অর্জন: সাবেক ২ প্রতিমন্ত্রী-এমপির বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট সময় ০৯:৩১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

অবৈধভাবে সম্পদ অর্জন: সাবেক ২ প্রতিমন্ত্রী-এমপির বিরুদ্ধে দুদকের মামলা।

অবৈধভাবে সম্পদ অর্জন করার অভিযোগে আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকজন সাবেক প্রতিমন্ত্রী ও এমপির বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুটি দায়ের করা হয়েছে বলে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন জানিয়েছেন।

 

১২ কোটি টাকার বেশি অবৈধভাবে সম্পদ অর্জন ও ৩০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের বিরুদ্ধেও মামলা করা হয়েছে। দুদক এ মামলা করেছে।
 
প্রথম মামলায় আসামি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও কুড়িগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. জাকির হোসেনের বিরুদ্ধে, আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য সরকারের দায়িত্বশীল পদে থেকে অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১২ কোটি ৮১ লাখ ১৪ হাজার ৩৮৯ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া তার নিজ নামের ৯টি ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে ১৭ কোটি ৫৬ লাখ ১৯ হাজার ২৭৭ টাকা জমা হওয়ার তথ্য পাওয়া গেছে। সম্পদের অবৈধ উৎস গোপন বা আড়াল করাসহ তা হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করার অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
 
অবৈধভাবে সম্পদ অর্জন করার অভিযোগে আওয়ামী লীগ সরকারের সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির বিরুদ্ধে মামলা করেছে দুদক। তার বিরুদ্ধে ৫ কোটি টাকার অবৈধভাবে সম্পদ অর্জন করার অভিযোগ আনা হয়েছে।
 
দ্বিতীয় মামলায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজের বিরুদ্ধে সরকারের দায়িত্বশীল পদে থেকে অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৫ কোটি ২৭ লাখ ৩১ হাজার ৩৫৬ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া নিজ নামে ৯টি ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে ১২ কোটি ৩২ লাখ ১৯ হাজার ১১৭ টাকা জমা হওয়ার তথ্য মিলেছে। সম্পদের অবৈধ উৎস গোপন বা আড়াল করাসহ তা হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করার অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
 
 
এছাড়াও ৫ কোটি টাকার অবৈধভাবে সম্পদ অর্জন ও ১১ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ কুষ্টিয়া-১ আসনের সাবেক এমপি আ ক ম সারোয়ার জাহান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা।
 
গতবছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও এমপিসহ নেতাকর্মীদের নামে বিভিন্ন মামলা দেয়া হচ্ছে। এছাড়াও অবৈধভাবে সম্পদ অর্জন করায় তাদের বিরুদ্ধে দুদকের অভিযান চলছে ও মামলা দায়ের করা হচ্ছে।