ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ার মাটিতে কোহলির সেঞ্চুরির রেকর্ড

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

অস্ট্রেলিয়ার মাটিতে কোহলির সেঞ্চুরির রেকর্ড।

দীর্ঘ ১৬ মাসের অপেক্ষার পর টেস্টে সেঞ্চুরির দেখা পেলেন বিরাট কোহলি। পার্থ টেস্টে দারুণ এক শতকে অনন্য এক রেকর্ডও গড়েছেন তিনি। অস্ট্রেলিয়ার মাটিতে এশিয়ার কোনো ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড।

প্রথম ইনিংসে ১২ বলে ৫ রান করে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ১৪৩ বল মোকাবিলায় ১০০ রানে অপরাজিত ছিলেন কোহলি। সাদা পোশাকে সবশেষ শতকের দেখা পেয়েছিলেন ২০২৩ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

 

সব মিলিয়ে ১৩ বছরের টেস্ট ক্যারিয়ারে এটি তার ৩০তম সেঞ্চুরি। আর অস্ট্রেলিয়ার মাটিতে সপ্তম সেঞ্চুরি। এ সংস্করণে অজিদের মাটিতে তার চেয়ে বেশি সেঞ্চুরি নেই আর কোনো ব্যাটারের।
 
রোববারের (২৪ নভেম্বর) ইনিংসে কোহলি পেছনে ফেলেছেন স্বদেশি কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে তার শতকের সংখ্যা ৬। অবশ্য এশীয়দের মধ্যে টেস্টে সর্বাধিক সেঞ্চুরির সবগুলো রেকর্ড-ই ভারতীয় ব্যাটারদের দখলে। ৫ সেঞ্চুরিতে তালিকার তিনে আছেন আরেক ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার। ৪ সেঞ্চুরিতে চারে আছেন ভিভিএস লক্ষণ।
 
এদিকে পার্থে কোহলির সেঞ্চুরির আগে দ্বিতীয় ইনিংসে ভারতকে শুভসূচনা এনে দিয়েছিলেন দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল। ৭৭ রান করে রাহুল দলীয় ২০১ রানে আউট হলেও ১৬১ রান করেন জওসওয়াল। তাতে ৬ উইকেটের বিনিময়ে ৪৮৭ রান করে ইনিংস ঘোষণ করে, প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হওয়া ভারত।
 
প্রথম ইনিংসে ১০৪ রানে অলআউট হওয়া অজিদের সামনে লক্ষ্যটা এখন ৫৩৪ রানের। লক্ষ্য তাড়া করতে নেমে তৃতীয় দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৩ উইকেটের বিনিময়ে মাত্র ১২ রান। বড় কোনো অঘটন না ঘটলে এ ম্যাচ জিতে ৫ ম্যাচের বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ১-০ ব্যবধানে এগিয়ে যাবে ভারত, তাতে সন্দেহ নেই। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৩০:২৫ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
২ বার পড়া হয়েছে

অস্ট্রেলিয়ার মাটিতে কোহলির সেঞ্চুরির রেকর্ড

আপডেট সময় ০৫:৩০:২৫ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

অস্ট্রেলিয়ার মাটিতে কোহলির সেঞ্চুরির রেকর্ড।

দীর্ঘ ১৬ মাসের অপেক্ষার পর টেস্টে সেঞ্চুরির দেখা পেলেন বিরাট কোহলি। পার্থ টেস্টে দারুণ এক শতকে অনন্য এক রেকর্ডও গড়েছেন তিনি। অস্ট্রেলিয়ার মাটিতে এশিয়ার কোনো ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড।

প্রথম ইনিংসে ১২ বলে ৫ রান করে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ১৪৩ বল মোকাবিলায় ১০০ রানে অপরাজিত ছিলেন কোহলি। সাদা পোশাকে সবশেষ শতকের দেখা পেয়েছিলেন ২০২৩ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

 

সব মিলিয়ে ১৩ বছরের টেস্ট ক্যারিয়ারে এটি তার ৩০তম সেঞ্চুরি। আর অস্ট্রেলিয়ার মাটিতে সপ্তম সেঞ্চুরি। এ সংস্করণে অজিদের মাটিতে তার চেয়ে বেশি সেঞ্চুরি নেই আর কোনো ব্যাটারের।
 
রোববারের (২৪ নভেম্বর) ইনিংসে কোহলি পেছনে ফেলেছেন স্বদেশি কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে তার শতকের সংখ্যা ৬। অবশ্য এশীয়দের মধ্যে টেস্টে সর্বাধিক সেঞ্চুরির সবগুলো রেকর্ড-ই ভারতীয় ব্যাটারদের দখলে। ৫ সেঞ্চুরিতে তালিকার তিনে আছেন আরেক ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার। ৪ সেঞ্চুরিতে চারে আছেন ভিভিএস লক্ষণ।
 
এদিকে পার্থে কোহলির সেঞ্চুরির আগে দ্বিতীয় ইনিংসে ভারতকে শুভসূচনা এনে দিয়েছিলেন দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল। ৭৭ রান করে রাহুল দলীয় ২০১ রানে আউট হলেও ১৬১ রান করেন জওসওয়াল। তাতে ৬ উইকেটের বিনিময়ে ৪৮৭ রান করে ইনিংস ঘোষণ করে, প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হওয়া ভারত।
 
প্রথম ইনিংসে ১০৪ রানে অলআউট হওয়া অজিদের সামনে লক্ষ্যটা এখন ৫৩৪ রানের। লক্ষ্য তাড়া করতে নেমে তৃতীয় দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৩ উইকেটের বিনিময়ে মাত্র ১২ রান। বড় কোনো অঘটন না ঘটলে এ ম্যাচ জিতে ৫ ম্যাচের বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ১-০ ব্যবধানে এগিয়ে যাবে ভারত, তাতে সন্দেহ নেই।