ঢাকা ০১:৩০ অপরাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (৭ জুলাই) Logo নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশের সঠিক পথে অগ্রযাত্রা সম্ভব: মির্জা ফখরুল Logo যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে ওয়াশিংটনে নেতানিয়াহু Logo শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনে দ্বিতীয় দিনের শুনানি আজ Logo ৭ জুলাই: দেশজুড়ে শিক্ষার্থীদের আন্দোলন বেগবান করে ‘বাংলা ব্লকেড’ Logo পূর্বাচল প্লট কেলেঙ্কারিতে শেখ হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজিরের নির্দেশ, গেজেট প্রকাশ Logo ইরানে বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে রেভল্যুশনারি গার্ডের ২ সদস্য নিহত Logo গাজা যুদ্ধবিরতি নিয়ে দোহায় শুরু হচ্ছে নতুন দফার আলোচনা Logo যশোরে বাসের ধাক্কায় পথচারী ও ভ্যানযাত্রীর মৃত্যু, চালক আটক Logo সীমান্ত রক্ষায় প্রয়োজনে লং মার্চ হবে: চাঁপাইনবাবগঞ্জে হুঁশিয়ারি নাহিদের

আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে চট্টগ্রামে বৃহস্পতিবারও আইনজীবীদের কর্মবিরতি

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে চট্টগ্রামে বৃহস্পতিবারও আইনজীবীদের কর্মবিরতি।

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে চট্টগ্রাম আদালতের কার্যক্রমে কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিয়েছে জেলা আইনজীবী সমিতি। বুধবারের (২৭ নভেম্বর) মতো বৃহস্পতিবারও (২৮ নভেম্বর) কর্মবিরতি করবেন আইনজীবীরা।

বুধবার (২৭ নভেম্বর) চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফ হোসেন চোধুরী স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।


চট্টগ্রামের সকল আদালতের কার্যক্রমে কর্মবিরতির পাশাপাশি আইনজীবী সমিতির অন্য সিদ্ধান্তগুলো হলো: সমিতির পতাকা অর্ধনমিত ও কালো ব্যাজ ধারণ করা, আইনজীবী সাইফুলের আত্মার মাগফেরাত কামনায় বাদ জোহর কোর্ট হিল জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা, অবকাশকালীন প্রীতি সমাবেশ বাতিল করা হয়, দুপুর ২টায় আইনজীবী দোয়েল ভবনের সামনে থেকে শোক মিছিল করা এবং সমিতি বার্ষিক ইনডোর গেইমস স্থগিত করা হয়।


এর আগে চট্টগ্রামে আদালত চত্বরে পুলিশের সঙ্গে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশের সমর্থকদের সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার ঘটনায় ৩০ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে সনাতন চিন্ময় কৃষ্ণ দাশকে কারাগারে পাঠানোর সময় তার অনুসারীদের সঙ্গে পুলিশের এই সংঘর্ষ হয়। এ সময় সরকার পক্ষের আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন আইনজীবীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এছাড়া আহত ছয়জন চমেকে চিকিৎসাধীন বলেও জানান তিনি।
 
চমেক হাসপাতাল, পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার জালাল উদ্দিনের ছেলে। তিনি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে কর্মরত ছিলেন। হাসপাতাল সূত্র জানিয়েছে, সাইফুলের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত ছিল। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:২৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
৭৮ বার পড়া হয়েছে

আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে চট্টগ্রামে বৃহস্পতিবারও আইনজীবীদের কর্মবিরতি

আপডেট সময় ০৮:২৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪

আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে চট্টগ্রামে বৃহস্পতিবারও আইনজীবীদের কর্মবিরতি।

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে চট্টগ্রাম আদালতের কার্যক্রমে কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিয়েছে জেলা আইনজীবী সমিতি। বুধবারের (২৭ নভেম্বর) মতো বৃহস্পতিবারও (২৮ নভেম্বর) কর্মবিরতি করবেন আইনজীবীরা।

বুধবার (২৭ নভেম্বর) চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফ হোসেন চোধুরী স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।


চট্টগ্রামের সকল আদালতের কার্যক্রমে কর্মবিরতির পাশাপাশি আইনজীবী সমিতির অন্য সিদ্ধান্তগুলো হলো: সমিতির পতাকা অর্ধনমিত ও কালো ব্যাজ ধারণ করা, আইনজীবী সাইফুলের আত্মার মাগফেরাত কামনায় বাদ জোহর কোর্ট হিল জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা, অবকাশকালীন প্রীতি সমাবেশ বাতিল করা হয়, দুপুর ২টায় আইনজীবী দোয়েল ভবনের সামনে থেকে শোক মিছিল করা এবং সমিতি বার্ষিক ইনডোর গেইমস স্থগিত করা হয়।


এর আগে চট্টগ্রামে আদালত চত্বরে পুলিশের সঙ্গে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশের সমর্থকদের সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার ঘটনায় ৩০ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে সনাতন চিন্ময় কৃষ্ণ দাশকে কারাগারে পাঠানোর সময় তার অনুসারীদের সঙ্গে পুলিশের এই সংঘর্ষ হয়। এ সময় সরকার পক্ষের আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন আইনজীবীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এছাড়া আহত ছয়জন চমেকে চিকিৎসাধীন বলেও জানান তিনি।
 
চমেক হাসপাতাল, পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার জালাল উদ্দিনের ছেলে। তিনি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে কর্মরত ছিলেন। হাসপাতাল সূত্র জানিয়েছে, সাইফুলের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত ছিল।