ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইসরায়েলের জন্য নতুন সাবমেরিন রপ্তানিতে সম্মতি দিল জার্মানি Logo বিটকয়েনের মূল্য নতুন উচ্চতায়, ইথেরিয়াম-বাইন্যান্সেও উল্লম্ফন Logo সিলেটে অভিযানে ৫২ হাজার ঘনফুট পাথর উদ্ধার Logo সিলেটের সাদা পাথর লুট: তদন্ত ও ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট আবেদন Logo যুক্তরাষ্ট্র থেকে ৯৩৫ কোটি টাকায় দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ কিনছে সরকার Logo পিকে হালদারের রেড নোটিশ আরও পাঁচ বছর বাড়াতে ইন্টারপোলকে চিঠি দেবে দুদক Logo বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হতে মালয়েশিয়ার ব্যবসায়ীদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান Logo জুলাই মাসে মূল্যস্ফীতি বৃদ্ধির পেছনে চালের দাম দায়ী: বাংলাদেশ ব্যাংকের গভর্নর Logo এখনও ভারতের সাড়া মেলেনি: বাণিজ্য আলোচনার জন্য পাঠানো চিঠির বিষয়ে ঢাকার অপেক্ষা Logo অতিরিক্ত আইজি হিসেবে পদোন্নতি পেলেন পুলিশের সাত কর্মকর্তা

আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে চট্টগ্রামে বৃহস্পতিবারও আইনজীবীদের কর্মবিরতি

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে চট্টগ্রামে বৃহস্পতিবারও আইনজীবীদের কর্মবিরতি।

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে চট্টগ্রাম আদালতের কার্যক্রমে কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিয়েছে জেলা আইনজীবী সমিতি। বুধবারের (২৭ নভেম্বর) মতো বৃহস্পতিবারও (২৮ নভেম্বর) কর্মবিরতি করবেন আইনজীবীরা।

বুধবার (২৭ নভেম্বর) চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফ হোসেন চোধুরী স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।


চট্টগ্রামের সকল আদালতের কার্যক্রমে কর্মবিরতির পাশাপাশি আইনজীবী সমিতির অন্য সিদ্ধান্তগুলো হলো: সমিতির পতাকা অর্ধনমিত ও কালো ব্যাজ ধারণ করা, আইনজীবী সাইফুলের আত্মার মাগফেরাত কামনায় বাদ জোহর কোর্ট হিল জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা, অবকাশকালীন প্রীতি সমাবেশ বাতিল করা হয়, দুপুর ২টায় আইনজীবী দোয়েল ভবনের সামনে থেকে শোক মিছিল করা এবং সমিতি বার্ষিক ইনডোর গেইমস স্থগিত করা হয়।


এর আগে চট্টগ্রামে আদালত চত্বরে পুলিশের সঙ্গে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশের সমর্থকদের সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার ঘটনায় ৩০ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে সনাতন চিন্ময় কৃষ্ণ দাশকে কারাগারে পাঠানোর সময় তার অনুসারীদের সঙ্গে পুলিশের এই সংঘর্ষ হয়। এ সময় সরকার পক্ষের আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন আইনজীবীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এছাড়া আহত ছয়জন চমেকে চিকিৎসাধীন বলেও জানান তিনি।
 
চমেক হাসপাতাল, পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার জালাল উদ্দিনের ছেলে। তিনি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে কর্মরত ছিলেন। হাসপাতাল সূত্র জানিয়েছে, সাইফুলের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত ছিল। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:২৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
৮৯ বার পড়া হয়েছে

আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে চট্টগ্রামে বৃহস্পতিবারও আইনজীবীদের কর্মবিরতি

আপডেট সময় ০৮:২৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪

আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে চট্টগ্রামে বৃহস্পতিবারও আইনজীবীদের কর্মবিরতি।

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে চট্টগ্রাম আদালতের কার্যক্রমে কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিয়েছে জেলা আইনজীবী সমিতি। বুধবারের (২৭ নভেম্বর) মতো বৃহস্পতিবারও (২৮ নভেম্বর) কর্মবিরতি করবেন আইনজীবীরা।

বুধবার (২৭ নভেম্বর) চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফ হোসেন চোধুরী স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।


চট্টগ্রামের সকল আদালতের কার্যক্রমে কর্মবিরতির পাশাপাশি আইনজীবী সমিতির অন্য সিদ্ধান্তগুলো হলো: সমিতির পতাকা অর্ধনমিত ও কালো ব্যাজ ধারণ করা, আইনজীবী সাইফুলের আত্মার মাগফেরাত কামনায় বাদ জোহর কোর্ট হিল জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা, অবকাশকালীন প্রীতি সমাবেশ বাতিল করা হয়, দুপুর ২টায় আইনজীবী দোয়েল ভবনের সামনে থেকে শোক মিছিল করা এবং সমিতি বার্ষিক ইনডোর গেইমস স্থগিত করা হয়।


এর আগে চট্টগ্রামে আদালত চত্বরে পুলিশের সঙ্গে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশের সমর্থকদের সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার ঘটনায় ৩০ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে সনাতন চিন্ময় কৃষ্ণ দাশকে কারাগারে পাঠানোর সময় তার অনুসারীদের সঙ্গে পুলিশের এই সংঘর্ষ হয়। এ সময় সরকার পক্ষের আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন আইনজীবীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এছাড়া আহত ছয়জন চমেকে চিকিৎসাধীন বলেও জানান তিনি।
 
চমেক হাসপাতাল, পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার জালাল উদ্দিনের ছেলে। তিনি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে কর্মরত ছিলেন। হাসপাতাল সূত্র জানিয়েছে, সাইফুলের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত ছিল।