ব্রেকিং নিউজ :
আওয়ামী লীগ উন্নয়নের গালগপ্প শোনালেও ভেতরে ছিল ফাঁপা: উমামা ফাতেমা
আওয়ামী লীগ উন্নয়নের গালগপ্প শোনালেও ভেতরে ছিল ফাঁপা: উমামা ফাতেমা।
আওয়ামী লীগের আমলে উন্নয়নের গালগপ্প শোনানো হলেও ভেতরে ফাঁপা ছিল বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁও বিআইসিসিতে শ্বেতপত্র প্রণয়ন কমিটি ২০২৪-এর সিম্পোজিয়াম, অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার ও জাতীয় বাজেট নিয়ে এক আলোচনায় তিনি এই মন্তব্য করেন।
উমামা বলেন, ‘আমরা শোষিত হয়েছি এবং ভারতের অঙ্গরাজ্য হিসেবে থেকেছি। দেশটির সঙ্গে কি কি চুক্তি ছিল তা প্রকাশের পাশাপাশি ক্ষতিয়ে দেখার সময় এসেছে৷’
তিনি আরও বলেন, ‘পরিসংখ্যান তথ্যের সঙ্গে বাস্তবতার মিল নেই, যার ফলে পণ্যের দাম বাড়লে সাধারণ মানুষের ভোগান্তিও বাড়ে।’
উন্নয়ন বাজেটের ৭ লাখ কোটি টাকার মধ্যে ৪০ শতাংশ আমলারা খেয়েছে বলে অভিযোগ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র। তিনি বলেন, ‘তারাই (আমলা) দেশের ধ্বংসের জন্য দায়ী।’
স্বাস্থ্য, শিক্ষা ও উন্নয়ন নিয়ে বাজেটে বেশি জোর দেয়ার আহ্বান জানিয়েছেন উমামা ফাতেমা।
ট্যাগস :
bangla news bangladesh desh desh 24 desh 24 live desh live আওয়ামী লীগ উন্নয়ন বাজেট উমামা ফাতেমা