ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইসরায়েলের জন্য নতুন সাবমেরিন রপ্তানিতে সম্মতি দিল জার্মানি Logo বিটকয়েনের মূল্য নতুন উচ্চতায়, ইথেরিয়াম-বাইন্যান্সেও উল্লম্ফন Logo সিলেটে অভিযানে ৫২ হাজার ঘনফুট পাথর উদ্ধার Logo সিলেটের সাদা পাথর লুট: তদন্ত ও ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট আবেদন Logo যুক্তরাষ্ট্র থেকে ৯৩৫ কোটি টাকায় দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ কিনছে সরকার Logo পিকে হালদারের রেড নোটিশ আরও পাঁচ বছর বাড়াতে ইন্টারপোলকে চিঠি দেবে দুদক Logo বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হতে মালয়েশিয়ার ব্যবসায়ীদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান Logo জুলাই মাসে মূল্যস্ফীতি বৃদ্ধির পেছনে চালের দাম দায়ী: বাংলাদেশ ব্যাংকের গভর্নর Logo এখনও ভারতের সাড়া মেলেনি: বাণিজ্য আলোচনার জন্য পাঠানো চিঠির বিষয়ে ঢাকার অপেক্ষা Logo অতিরিক্ত আইজি হিসেবে পদোন্নতি পেলেন পুলিশের সাত কর্মকর্তা

আগামী নির্বাচন আমাদের হারানো ভাবমূর্তি ফিরে পাওয়ার নির্বাচন: ইসি

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

আগামী নির্বাচন আমাদের হারানো ভাবমূর্তি ফিরে পাওয়ার নির্বাচন: ইসি।

শিশু, কিশোর, তরুণ, যুবকদের রক্তের ওপর দাঁড়িয়ে এই নির্বাচন কমিশন গঠন হয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, আমরা প্রতিজ্ঞাবদ্ধ, ওয়াদাবদ্ধ, আমরা প্রতি ফোঁটা তাদের রক্তের ঋণ পরিশোধ করবো, ইনশাল্লাহ। তবে এই কাজটি একটি বড় কাজ।

তিনি বলেন, ‘শুধুমাত্র নির্বাচন কমিশনের পক্ষে এ কাজ করা সম্ভব নয়। নির্বাচন কমিশন শুধুমাত্র সামনে থেকে নেতৃত্ব দেবে, সমন্বয় করবে। কাজটি প্রতিপালন করবে মাঠ পর্যায়ে সবাই। লুঙ্গির ওপরে প্যান্ট লাগানো যে চৌকিদার রয়েছে, তার থেকে শুরু করে প্রধান নির্বাচন কমিশনার পর্যন্ত সবাই এই প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত।’

সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার ও নতুন ভোটারদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এসময় নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, ‘ভোট শুধুমাত্র ভোট নয়। এই ভোটের সঙ্গে হাজার একটা জিনিস সম্পৃক্ত। যেমন এই ভোটটা হচ্ছে আমার জাতি হিসেবে সামস্টিক প্রতিক্রিয়ার প্রতিফলন। এই ভোট হচ্ছে আমার সামস্টিক ইচ্ছার প্রতিফলন। একটা ভোটের মাধ্যমে আমরা সমাজে স্থিতিশীলতা আনতে পারি যদি ভোটটা স্বচ্ছ হয়, সুন্দর হয়। হেরে যাওয়া প্রার্থী যদি হার মেনে নিয়ে জয়ী প্রার্থীকে বুকে জড়িয়ে ধরতে পারে। বলতে পারে সাব্বাস। আমি তোমার কাছে হেরে আনন্দিত, তুমি আমার চেয়ে বেশি ভোট পেয়েছো। এটা তখনই সম্ভব যখন স্বচ্ছ-সুন্দরভাবে ভোটটা হবে। ভোটের সাথে আমাদের জাতীয় নিরাপত্তা সরাসরি জড়িত।’

নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা নিজেরাই আমাদেরকে প্রশ্ন করে উত্তর পেয়ে যাব যে, আমাদের ভাবমূর্তি অক্ষুন্ন আছে, নাকি ভূলুণ্ঠিত হয়েছে। যদি ভূলুণ্ঠিত হয়ে থাকে, তাহলে আগামী নির্বাচন আমাদের হারানো ভাবমূর্তি ফিরে পাওয়ার নির্বাচন।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে নির্বাচন কমিশন একটি রংহীন, চেহারাহীন নির্বাচন কমিশন। আমাদের কোনো ফেভারিট নেই, আমাদের কোনো পক্ষ নেই, আমরা একটাই পক্ষ, সুষ্ঠুতার পক্ষ, ন্যায়ের পক্ষ, মানুষের অধিকার মানুষের কাছে ফিরে দেওয়ার পক্ষ। মানুষ নির্বাচন নির্বাচিত করবে, কে তার প্রতিনিধি হবে, অন্য কেউ নয়। এটা নির্বাচন কমিশনের অফিসে হবে না, জেলা প্রশাসকের বারান্দাতে হবে না, পুলিশ সুপারের বারান্দাতে হবে না, কোনো গোয়েন্দা সংস্থার অফিসেও হবে না।’

তিনি বলেন, ভোট ব্যবস্থার ওপর মানুষ আস্থা হারিয়ে ফেলেছিল। মানুষের আগ্রহ ছিল না যে ভোটার হতে হবে। আমাদের সচেতনতা সৃষ্টির মাধ্যমে আস্থা ফিরিয়ে আনতে হবে বলেও জানান তিনি।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. সাবেত আলী, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, জেলা নির্বাচন অফিসার এনামুল হকসহ প্রশাসনের কর্মকর্তা, ভোটার তালিকার তথ্য সংগ্রহকারী, সুপারভাইজারসহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৩৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
৫৯ বার পড়া হয়েছে

আগামী নির্বাচন আমাদের হারানো ভাবমূর্তি ফিরে পাওয়ার নির্বাচন: ইসি

আপডেট সময় ০৮:৩৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫

আগামী নির্বাচন আমাদের হারানো ভাবমূর্তি ফিরে পাওয়ার নির্বাচন: ইসি।

শিশু, কিশোর, তরুণ, যুবকদের রক্তের ওপর দাঁড়িয়ে এই নির্বাচন কমিশন গঠন হয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, আমরা প্রতিজ্ঞাবদ্ধ, ওয়াদাবদ্ধ, আমরা প্রতি ফোঁটা তাদের রক্তের ঋণ পরিশোধ করবো, ইনশাল্লাহ। তবে এই কাজটি একটি বড় কাজ।

তিনি বলেন, ‘শুধুমাত্র নির্বাচন কমিশনের পক্ষে এ কাজ করা সম্ভব নয়। নির্বাচন কমিশন শুধুমাত্র সামনে থেকে নেতৃত্ব দেবে, সমন্বয় করবে। কাজটি প্রতিপালন করবে মাঠ পর্যায়ে সবাই। লুঙ্গির ওপরে প্যান্ট লাগানো যে চৌকিদার রয়েছে, তার থেকে শুরু করে প্রধান নির্বাচন কমিশনার পর্যন্ত সবাই এই প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত।’

সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার ও নতুন ভোটারদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এসময় নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, ‘ভোট শুধুমাত্র ভোট নয়। এই ভোটের সঙ্গে হাজার একটা জিনিস সম্পৃক্ত। যেমন এই ভোটটা হচ্ছে আমার জাতি হিসেবে সামস্টিক প্রতিক্রিয়ার প্রতিফলন। এই ভোট হচ্ছে আমার সামস্টিক ইচ্ছার প্রতিফলন। একটা ভোটের মাধ্যমে আমরা সমাজে স্থিতিশীলতা আনতে পারি যদি ভোটটা স্বচ্ছ হয়, সুন্দর হয়। হেরে যাওয়া প্রার্থী যদি হার মেনে নিয়ে জয়ী প্রার্থীকে বুকে জড়িয়ে ধরতে পারে। বলতে পারে সাব্বাস। আমি তোমার কাছে হেরে আনন্দিত, তুমি আমার চেয়ে বেশি ভোট পেয়েছো। এটা তখনই সম্ভব যখন স্বচ্ছ-সুন্দরভাবে ভোটটা হবে। ভোটের সাথে আমাদের জাতীয় নিরাপত্তা সরাসরি জড়িত।’

নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা নিজেরাই আমাদেরকে প্রশ্ন করে উত্তর পেয়ে যাব যে, আমাদের ভাবমূর্তি অক্ষুন্ন আছে, নাকি ভূলুণ্ঠিত হয়েছে। যদি ভূলুণ্ঠিত হয়ে থাকে, তাহলে আগামী নির্বাচন আমাদের হারানো ভাবমূর্তি ফিরে পাওয়ার নির্বাচন।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে নির্বাচন কমিশন একটি রংহীন, চেহারাহীন নির্বাচন কমিশন। আমাদের কোনো ফেভারিট নেই, আমাদের কোনো পক্ষ নেই, আমরা একটাই পক্ষ, সুষ্ঠুতার পক্ষ, ন্যায়ের পক্ষ, মানুষের অধিকার মানুষের কাছে ফিরে দেওয়ার পক্ষ। মানুষ নির্বাচন নির্বাচিত করবে, কে তার প্রতিনিধি হবে, অন্য কেউ নয়। এটা নির্বাচন কমিশনের অফিসে হবে না, জেলা প্রশাসকের বারান্দাতে হবে না, পুলিশ সুপারের বারান্দাতে হবে না, কোনো গোয়েন্দা সংস্থার অফিসেও হবে না।’

তিনি বলেন, ভোট ব্যবস্থার ওপর মানুষ আস্থা হারিয়ে ফেলেছিল। মানুষের আগ্রহ ছিল না যে ভোটার হতে হবে। আমাদের সচেতনতা সৃষ্টির মাধ্যমে আস্থা ফিরিয়ে আনতে হবে বলেও জানান তিনি।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. সাবেত আলী, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, জেলা নির্বাচন অফিসার এনামুল হকসহ প্রশাসনের কর্মকর্তা, ভোটার তালিকার তথ্য সংগ্রহকারী, সুপারভাইজারসহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।