আজ উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা
আজ শুক্রবার (২৩ জানুয়ারি) সনাতন ধর্মাবলম্বীরা বিদ্যা, জ্ঞান ও সুরের দেবী সরস্বতীর আরাধনায় পালন করছেন সরস্বতী পূজা। এই দিনটি জ্ঞানচর্চা ও অজ্ঞতার অন্ধকার দূর করার প্রতীক হিসেবে বিশেষ তাৎপর্য বহন করে। ভক্তরা দেবীর চরণে প্রণতি জানিয়ে বিদ্যা ও কল্যাণ কামনা করছেন।
সনাতন বিশ্বাস অনুযায়ী, দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানের প্রতীক। তিনি বিদ্যা, বাণী ও সংগীতের অধিষ্ঠাত্রী। ধর্মীয় শাস্ত্রমতে, মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে শুভ্র রাজহাঁসে আরোহণ করে দেবী সরস্বতী পৃথিবীতে আগমন করেন। এ উপলক্ষে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মন্দির ও গৃহে পূজার আয়োজন করা হয়েছে। পূজা শেষে ভক্তরা অঞ্জলি প্রদান করবেন এবং শিশুদের জন্য হাতেখড়ি অনুষ্ঠানের আয়োজনও রয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর জানিয়েছেন, ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকাল ১০টায় পূজা অনুষ্ঠিত হবে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল প্রশাসনের তত্ত্বাবধানে কেন্দ্রীয় পূজাসহ মোট ৭৬টি মণ্ডপে এবার সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে।
সকাল ৮টা থেকেই মণ্ডপগুলোতে পূজা কার্যক্রম শুরু হয়েছে। পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। দর্শনার্থী শিশু-কিশোরদের জন্য জগন্নাথ হলের প্রবেশমুখে বিভিন্ন রাইড খেলনা ও বিশুদ্ধ খাবারের দোকানের ব্যবস্থাও রাখা হয়েছে।
নিরাপত্তার স্বার্থে জগন্নাথ হল এলাকা সম্পূর্ণ সিসি ক্যামেরার আওতায় রাখা হয়েছে। একই সঙ্গে যেকোনো ধরনের পটকা ও আতশবাজি ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।


























