ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo নাহিদ ইসলামের দাবি: স্বাধীনতার পর দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থান Logo দুই দিন বন্ধ থাকবে মাইলস্টোন স্কুল, মানসিকভাবে বিপর্যস্ত শিক্ষার্থীরা Logo জারিফের শেষযাত্রা: মাইলস্টোনে গিয়েছিল স্বপ্ন নিয়ে, ফিরল না আর Logo ঢাকায় বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় চীনের বিশেষ মেডিকেল টিম Logo বিমান দুর্ঘটনায় নিহত পাইলট তৌকিরের ফিউনারেল প্যারেড ও জানাজা অনুষ্ঠিত Logo মাইলস্টোনে বিধ্বস্ত বিমানটি ছিল যুদ্ধবিমান, প্রশিক্ষণ বিমান নয় — জানাল আইএসপিআর Logo মাইলস্টোনে শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে পড়লেন আইন ও শিক্ষা উপদেষ্টা Logo উত্তরার বিমান দুর্ঘটনা: উদ্ধার তৎপরতা আপাতত শেষ, পুনরায় শুরু হবে মঙ্গলবার সকাল থেকে Logo “নিজের কাছেই ব্যর্থ, পরিবারগুলিকে কী বলব?”—বিমানের দুর্ঘটনায় ভেঙে পড়লেন ইউনূস Logo উত্তরায় বিমান দুর্ঘটনায় শোক জানালেন ভারতের প্রধানমন্ত্রী মোদি

আফগানিস্তানের বিপক্ষে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ।

শারজায় তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। এই ম্যাচের মধ্য দিয়ে সাত মাস পর ওয়ানডে ফরম্যাটের ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। যদিও সাম্প্রতিক সময়ে টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটে তাদের পারফরম্যান্স খুব বেশি ভালো ছিল না। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সম্প্রতি তিন ম্যাচের ওয়ানডেতে ২-১ ব্যবধানে জিতেছে আফগানিস্তান। ফলে সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা নিয়ে ওয়ানডে সিরিজে মুখোমুখি বাংলাদেশ ও আফগানিস্তান। প্রথম ম্যাচে টস হেরে বাংলাদেশ আগে ফিল্ডিং করবে।

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়। সিরিজের সবগুলো ম্যাচই হবে এই ভেন্যুতেই।

বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছিল নিউজিল্যান্ডের বিপক্ষে, চলতি বছরের মার্চে । এদিকে চোটের কারণে সর্বশেষ ওয়ানডে দলে থাকা তানজিম হাসান সাকিব নেই। অসুস্থতার কারণে নেই লিটন দাসও। ফলে সৌম্য সরকারের সঙ্গে ওপেনিংয়ে আছেন তানজিদ হাসান তামিম। এ ছাড়া মাত্র একটি ওয়ানডে খেলা জাকির হাসানও ফিরেছেন একাদশে। তিন পেসার নিয়ে একাদশ গড়েছে বাংলাদেশ, সঙ্গে আছেন লেগস্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজ।  
আরব আমিরাতের শারজাহ স্টেডিয়াম আফগানিস্তানের হোম ভেন্যুই বলা চলে। নিজেদের শক্তি প্রদর্শনের হুমকি আগেই দিয়ে রেখেছে তারা। অন্যদিকে চ্যালেঞ্জ নিতে প্রস্তুতির কথাও জানিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আফগানদের বিপক্ষে সর্বশেষ তিন ওয়ানডেতে জয় পেয়েছে বাংলাদেশ। যার দুটিতেই দেশের বাইরে। 

প্রথম ওয়ানডেতে বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তাওহয়দ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:৫৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
৮১ বার পড়া হয়েছে

আফগানিস্তানের বিপক্ষে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আপডেট সময় ০৩:৫৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪

আফগানিস্তানের বিপক্ষে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ।

শারজায় তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। এই ম্যাচের মধ্য দিয়ে সাত মাস পর ওয়ানডে ফরম্যাটের ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। যদিও সাম্প্রতিক সময়ে টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটে তাদের পারফরম্যান্স খুব বেশি ভালো ছিল না। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সম্প্রতি তিন ম্যাচের ওয়ানডেতে ২-১ ব্যবধানে জিতেছে আফগানিস্তান। ফলে সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা নিয়ে ওয়ানডে সিরিজে মুখোমুখি বাংলাদেশ ও আফগানিস্তান। প্রথম ম্যাচে টস হেরে বাংলাদেশ আগে ফিল্ডিং করবে।

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়। সিরিজের সবগুলো ম্যাচই হবে এই ভেন্যুতেই।

বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছিল নিউজিল্যান্ডের বিপক্ষে, চলতি বছরের মার্চে । এদিকে চোটের কারণে সর্বশেষ ওয়ানডে দলে থাকা তানজিম হাসান সাকিব নেই। অসুস্থতার কারণে নেই লিটন দাসও। ফলে সৌম্য সরকারের সঙ্গে ওপেনিংয়ে আছেন তানজিদ হাসান তামিম। এ ছাড়া মাত্র একটি ওয়ানডে খেলা জাকির হাসানও ফিরেছেন একাদশে। তিন পেসার নিয়ে একাদশ গড়েছে বাংলাদেশ, সঙ্গে আছেন লেগস্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজ।  
আরব আমিরাতের শারজাহ স্টেডিয়াম আফগানিস্তানের হোম ভেন্যুই বলা চলে। নিজেদের শক্তি প্রদর্শনের হুমকি আগেই দিয়ে রেখেছে তারা। অন্যদিকে চ্যালেঞ্জ নিতে প্রস্তুতির কথাও জানিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আফগানদের বিপক্ষে সর্বশেষ তিন ওয়ানডেতে জয় পেয়েছে বাংলাদেশ। যার দুটিতেই দেশের বাইরে। 

প্রথম ওয়ানডেতে বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তাওহয়দ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।